Hair Care Tips: টাক মাথায় গজাবে চুল, ঘরেই রয়েছে এর ‘ওষুধ’!
Health Care Tips: অনেক সময় এর খরচ অনেকটাই বেশি হওয়ায় সকলের পক্ষে সম্ভব হয় না। ঘরোয়া উপায়েও অনেক সময় এর থেকে মুক্তি মেলে। প্রত্যেকের বাড়িতেই রয়েছে বা বলা ভালো সহজেই মেলে এমন একটি জিনিস দিয়ে টাক মাথায় চুল গজাতে পারে। কী ভাবে?

চুল ওঠার সমস্যা কম বেশি সকলেরই থাকে। কারও ক্ষেত্রে মাথার সামনের দিক থেকে টাক পড়তে থাকে। আবার কারও মাথার মাঝের দিকে টাক পড়তে শুরু করে। অনেকে বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সেই টাক পড়া জায়গায় চুল গজানোর পন্থা খুঁজে বের করেন। অনেক সময় এর খরচ অনেকটাই বেশি হওয়ায় সকলের পক্ষে সম্ভব হয় না। ঘরোয়া উপায়েও অনেক সময় এর থেকে মুক্তি মেলে। প্রত্যেকের বাড়িতেই রয়েছে বা বলা ভালো সহজেই মেলে এমন একটি জিনিস দিয়ে টাক মাথায় চুল গজাতে পারে। কী ভাবে? মেথিই হয়ে উঠতে পারে মহৌষধী।
চুলের জন্য খুবই উপকারী মেথি। খাবারে যেমন ব্যবহার হয় তেমনই নানা কাজেই। মাথার যে টুকু জায়গায় টাক পড়েছে, সেখানে নতুন করে চুল গজাতে সাহায্য করতে পারে মেথি। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রণ ও নিকোটিক অ্যাসিড থাকে। এই উপাদান গুলি চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তেমনই নতুন করে চুল গজাতেও সাহায্য করে।
কী ভাবে ব্যবহার করবেন?
টাকে চুল গজানোর জন্য মেথিকে যে ভাবে ব্যবহার করতে হবে সেটিও গুরুত্বপূর্ণ। জলে সারারাত মেথি ভিজিয়ে রাখুন। তারপর সেটাকে শুকিয়ে নিন। এরপর তা বেটে নিন। মাথার ঠিক যে জায়গাগুলোতে টাক পড়েছে, সেখানে মাখুন। অন্তত আধঘণ্টা এই পরিস্থিতিতেই রেখে দিন। এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২-৩ দিন এমনটা করুন।
টাকে চুল গজানোর ক্ষেত্রে যেমন উপযোগী তেমনই খুশকি দূর করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পাশাপাশি এর অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান চুল ভালো রাখতেও সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলেও সমস্যা নেই, বরং উপকারই বেশি।





