VB-G RAM G Bill: ‘গান্ধী’ সরে ‘জিরামজি’, মনরেগার পরিবর্তে নতুন বিল আনছে কেন্দ্র
Centre on VB-G RAM G Bill: সোমবার লোকসভার কার্যসূচির অতিরিক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিলকে। সাংসদদের কাছেও বিলের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ঠিক কী কী রয়েছে এই নতুন বিলে? নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, ২০৪৭ সাল পর্যন্ত চলা বিকশিত ভারতের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখেই গ্রামোন্নয়নের স্বার্থে এই নতুন বিলটি তৈরি করা হয়েছে।

নয়াদিল্লি: বদলে যায় নাম, উঠে যায় ‘মহাত্মা’। কিন্তু এবার হয়তো কংগ্রেস জমানায় তৈরি ১০০ দিনের কাজ উঠিয়ে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। পরিবর্তে নতুন আইন আনতে চাইছে তারা। সোমবারই লোকসভায় পেশ হতে পারে এই নতুন বিল। যেখানে বাড়ানো হবে কাজের মেয়াদও। আগে হত ১০০ দিন, এবার প্রস্তাব ১২৫ দিনের। এত দিন এই প্রকল্পের নাম ছিল ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট গ্য়ারান্টি অ্যাক্ট, ২০০৫’ বা মনরেগা। এবার আসন্ন নতুন বিলে এই প্রকল্পের নাম হয়েছে বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)। সংক্ষেপে বলতে গেলে, ‘জিরামজি’। এ যেন একেবারে হুবহু মনরেগা, তবে নাম-ধাম ভিন্ন। কাজের মেয়াদ অনেকটা বেশি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, সোমবার লোকসভার কার্যসূচির অতিরিক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিলকে। সাংসদদের কাছেও বিলের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ঠিক কী কী রয়েছে এই নতুন বিলে? নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, ২০৪৭ সাল পর্যন্ত চলা বিকশিত ভারতের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখেই গ্রামোন্নয়নের স্বার্থে এই নতুন বিলটি তৈরি করা হয়েছে।
১০০ দিন নয়, ১২৫ দিন
এই বিলের মাধ্যমে প্রতি অর্থবর্ষে একটি পরিবারের সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যদের স্বেচ্ছায় ১২৫ দিন পর্যন্ত কাজের গ্যারান্টি দিয়েছে মোদী সরকার। উল্টো দিকে ‘মনরেগা’ প্রকল্প ন্য়ূনতম ১০০ দিনের কাজের গ্য়ারান্টি দিয়ে থাকে।
কেন্দ্র-রাজ্য় সহায়তা
এই বিলের বেশির ভাগ অর্থ প্রদান করবে কেন্দ্রীয় সরকার। উত্তর-পূর্ব, হিমালয় সংলগ্ন রাজ্য এবং কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চল ব্যতিরেকে প্রতিটি রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে ৬০:৪০ অনুপাতে প্রকল্পের টাকা দেবে কেন্দ্র। যদিও মনরেগার ক্ষেত্রে গোটা অনুদানটাই পাঠাত কেন্দ্রীয় সরকার। কিন্তু এবার সেই অনুদানের দায় পড়ল রাজ্যের ঘাড়েও।
কৃষি মরসুমে কাজ নয়
চাষের মরসুমে প্রকল্পের কাজ দেওয়া হবে না বলেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই প্রকল্পে। যার জেরে কৃষিকাজে কোনও রকম ক্ষতি হবে না বলেই জানিয়েছে মোদী সরকার।
সপ্তাহের নিরিখে দেওয়া হবে টাকা
মনরেগা প্রকল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া ১৫ দিনের কাজের পর। কিন্তু এই নতুন বিলে সেই চুক্তি রাখছে না কেন্দ্র। বরং প্রতি সপ্তাহের টাকা, প্রতি সপ্তাহে মিটিয়ে দেওয়ার পক্ষেই বিলে জানিয়েছে কেন্দ্র।
