আবারও সেই হাথরস! স্কুলের ‘পাবলিসিটি’ বাড়াতে ক্লাস টু-এর পড়ুয়াকে বলি দিলেন ডিরেক্টর-শিক্ষকরা

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 27, 2024 | 1:15 PM

Murder Case: কোনও দুর্ঘটনা বা অসুস্থতা নয়, কুসংস্কারের বশেই খুন করা হয়েছে ওই পড়ুয়াকে। স্কুলের ডিরেক্টর কালাজাদুতে বিশ্বাস করেন। তাঁকে এক তান্ত্রিক বলেছিল যে শিশু বলি দিলে স্কুলের খুব নামডাক হবে। 

আবারও সেই হাথরস! স্কুলের পাবলিসিটি বাড়াতে ক্লাস টু-এর পড়ুয়াকে বলি দিলেন ডিরেক্টর-শিক্ষকরা
দ্বিতীয় শ্রেণির পড়ুয়া খুনে ধৃত অভিযুক্তরা।
Image Credit source: X

Follow Us

লখনউ: কালা জাদুর বলি শিশু। স্কুলের নামডাক, যশ-প্রতিপ্রত্তির লোভেই স্কুলের এক পড়ুয়াকে বলি দিল স্কুলের ডিরেক্টর। তাঁকে এই কাজে মদত দিল স্কুলের শিক্ষকরাই। পৌশাচিক এই ঘটনা আজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্কুলের ডিরেক্টর সহ ৫ জনকে।

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হাথরসে। রাসগাওয়ান এলাকায় একটি বেসরকারি স্কুলের হস্টেলে  দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়াকে খুন করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আবাসিক স্কুলের হস্টেলেই থাকত ওই পড়ুয়া। সোমবার তাঁর অভিভাবকের কাছে স্কুল থেকে ফোন আসে। বলা হয়, ওই নাবালক অসুস্থ হয়ে পড়েছে। অভিভাবকরা তড়িঘড়ি ছুটে আসলে, শিক্ষকরা জানান, স্কুলের ডিরেক্টর তাঁর ব্যক্তিগত গাড়িতে করে ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে গিয়েছে। কিন্তু একাধিক হাসপাতালে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। এরপরে দীর্ঘক্ষণ খুঁজে স্কুলের ডিরেক্টরের গাড়ি থেকেই নাবালকের দেহ উদ্ধার হয়।

পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। জেরায় জানা যায়, কোনও দুর্ঘটনা বা অসুস্থতা নয়, কুসংস্কারের বশেই খুন করা হয়েছে ওই পড়ুয়াকে। স্কুলের ডিরেক্টর কালাজাদুতে বিশ্বাস করেন। তাঁকে এক তান্ত্রিক বলেছিল যে শিশু বলি দিলে স্কুলের খুব নামডাক হবে।

এই খবরটিও পড়ুন

অন্ধ বিশ্বাসেই স্কুলের ডিরেক্টর ও তাঁর বাবা মিলে ওই নাবালককে হত্যা করার পরিকল্পনা করে। তাঁদের মদত দেয় স্কুলের তিন শিক্ষক। তাঁদের প্রথমে পরিকল্পনা ছিল, স্কুলের পাশে টিউবওয়েলের সামনে নিয়ে গিয়ে হত্যা করা হবে, কিন্তু হস্টেল থেকে টেনে বের করার চেষ্টা করতেই চিৎকার করতে থাকে নাবালক। বাধ্য হয়ে হস্টেলের ভিতরেই নাবালককে গলা টিপে খুন করে।

জেরায় জানা গিয়েছে, এর আগে গত ৬ সেপ্টেম্বর স্কুলেরই আরেক পড়ুয়াকে (৯) বলি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। এরপরই নিশানা করা হয় এই নাবালককে।

Next Article