কালীপুজোয় মদ খেয়ে ফিরেছিল স্বামী, সবক শেখাতে যৌনাঙ্গ কেটে নিল স্ত্রী!

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 03, 2024 | 12:11 PM

Crime: বৃহস্পতিবার রাতে বিষ্ণু নামক ওই ব্যক্তি মদ্যপান করে বাড়ি ফেরেন। এই নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয়। তুমুল ঝগড়ার পর রাগ করে ওই মহিলা বাড়ি থেকে বের হয়ে যান। ঘুমিয়ে পড়েন ওই ব্যক্তি। তবে কিছুক্ষণ পরই ফিরে আসেন ওই মহিলা।

কালীপুজোয় মদ খেয়ে ফিরেছিল স্বামী, সবক শেখাতে যৌনাঙ্গ কেটে নিল স্ত্রী!
প্রতীকী চিত্র।
Image Credit source: Meta AI

Follow Us

নয়া দিল্লি: নিত্যদিন মদ্যপান করে স্বামী। এই নিয়ে রোজ অশান্তি। রাগের বশে স্বামীকে চরম শিক্ষা দিলেন মহিলা। ছুরি দিয়ে কেটে নিলেন যৌনাঙ্গ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় ওই ব্যক্তিকে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লিতে। রূপ নগর এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে শনিবার রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় সফদরজং হাসপাতালে। পলাতক ওই ব্যক্তির স্ত্রী। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি বিহারের বাসিন্দা। কর্মসূত্রে দিল্লিতে থাকেন। বৃহস্পতিবার রাতে বিষ্ণু নামক ওই ব্যক্তি মদ্যপান করে বাড়ি ফেরেন। এই নিয়ে স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয়। তুমুল ঝগড়ার পর রাগ করে ওই মহিলা বাড়ি থেকে বের হয়ে যান। ঘুমিয়ে পড়েন ওই ব্যক্তি।

কিছুক্ষণ পর ফিরে আসেন ওই মহিলা। এরপরই রান্নাঘর থেকে ধারাল ছুরি দিয়ে স্বামীর উপরে হামলা করেন। ছুরি দিয়ে কেটে নেন যৌনাঙ্গ। স্বামীকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান ওই মহিলা। প্রতিবেশীরাই খবর পেয়ে হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়।

Next Article