যুদ্ধ আসছে…মহালয়ার আগেই তাক থেকে নামিয়ে রাখুন রেডিয়ো, কেন জেনে নিন

India-Pakistan War: পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। পাল্টা জবাব দেওয়ার কথা বলছে পাকিস্তানও। ভারত জবাব দিতে প্রস্তুত।

যুদ্ধ আসছে...মহালয়ার আগেই তাক থেকে নামিয়ে রাখুন রেডিয়ো, কেন জেনে নিন
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

May 07, 2025 | 6:50 PM

নয়া দিল্লি: যুদ্ধ যুদ্ধ আবহ, যে কোনও মুহূর্তেই বড় কিছু ঘটতে পারে। পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিয়ে ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। পাল্টা জবাব দেওয়ার কথা বলছে পাকিস্তানও। ভারত জবাব দিতে প্রস্তুত। তবে যুদ্ধ হলে তার প্রভাব পড়বে সাধারণ নাগরিকদের উপরও। বন্ধ করে দেওয়া হতে পারে ইন্টারনেট, সম্পূর্ণ ব্ল্যাকআউট করে দেওয়া হবে। সত্যিই যদি এমন হয়, তাহলে কীভাবে খবর পাবেন? কীভাবেই বা বিপদ বুঝে নিরাপদ আশ্রয়ে ঠাঁই নেবেন?

যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায়, তবে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কিছু ডিভাইস এবং পদ্ধতি রয়েছে, যা ইন্টারনেট ছাড়াই কাজ করে এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে পারবেন।

এফএম রেডিয়ো-

রেডিয়ো হল এমন একটি যন্ত্র, যা ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কাজ করে। রেডিয়ো চ্যানেলগুলি থেকে সরকারি ঘোষণা বা স্থানীয় সংবাদ পেতে থাকবেন। ব্যাটারি বা সৌরশক্তিতে চালিত একটি পোর্টেবল রেডিয়ো কিনে রাখা শ্রেয়।

হ্যান্ড ক্রাঙ্ক রেডিয়ো-

এটি একটি বিশেষ ধরণের রেডিয়ো, যা হাত দিয়ে ঘুরিয়ে চার্জ হয়। রেডিয়োর পাশাপাশি এতে একটি টর্চ এবং একটি ইউএসবি চার্জিং পোর্টও রয়েছে। বিদ্যুৎ এবং ইন্টারনেট ছাড়াই কাজ করে।

স্যাটেলাইট ফোন-

স্যাটেলাইট ফোনও বিনা ইন্টারনেটে চলে। সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হয়। জরুরি পরিস্থিতিতে আপনি স্যাটেলাইট ফোনে বার্তা পাঠাতে পারে। এই ডিভাইসগুলি দিয়ে  জরুরি বা SOS বার্তাও পাঠাতে পারে।

অফলাইন মানচিত্র এবং অ্যাপস-

বিপদের মুহূর্তে নিরাপদ আশ্রয় খুঁজতে ফোনে অফলাইন মানচিত্র (যেমন গুগল ম্যাপের অফলাইন সংস্করণ) ডাউনলোড করতে পারেন।

এসএমএস সতর্কতা-

পরিষেবা ইন্টারনেট বন্ধ থাকলে সরকার ফ্ল্যাশ এসএমএসের মাধ্যমে আপডেট দেয়। টেলিকম কোম্পানিগুলিও এসএমএস আপডেটের সুবিধা দেয়।