Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আর্য়ুবেদ চিকিৎসা নিয়ে পতঞ্জলিকে বিতর্কের আহ্বান আইএমএ-র, তবে অংশ নিতে পারবেন না রামদেব

স্বাস্থ্যকর এই আলোচনা কবে কীভাবে করা যেতে পারে সেই সিদ্ধান্তভারও রামদেবের উপরই ন্যস্ত করেছে শীর্ষ চিকিৎসক সংগঠন। যদিও কোথায় এই বিতর্ক হবে সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে বলে লেখা হয়েছে চিঠিতে।

আর্য়ুবেদ চিকিৎসা নিয়ে পতঞ্জলিকে বিতর্কের আহ্বান আইএমএ-র, তবে অংশ নিতে পারবেন না রামদেব
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: May 29, 2021 | 11:59 PM

দেরাদুন: অ্যালোপাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকে একের পর এক ঘটনায় জড়িয়ে যাচ্ছেন যোগগুরু বাবা রামদেব। এ বার সংবাদ মাধ্যমের উপস্থিতিতে তাঁর সংস্থাকে প্রকাশ্যে বিতর্কে বসার আমন্ত্রণ জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের উত্তরাখণ্ড শাখা। আইএমএ-র তরফে একটি চিঠি দিয়ে যোগগুরুর মন্তব্যগুলিকে ‘কটূ, দায়িত্বজ্ঞানহীন এবং স্বার্থপর’ বলে আখ্যা দিয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট ডা. অজয় খান্না।

তিনি এই চিঠি দিয়ে আর্জি জানিয়েছেন যেন আর্য়ুবেদ চিকিৎসা নিয়ে পতঞ্জলির কোনও যোগ্য পদাধিকারী সামনে আসেন এবং বিতর্ক সভায় অংশ নেন। সেই বিতর্ক সভায় আইএমএর-র সদস্যরা অংশ নেবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে। এই বিতর্কের প্রতিটি আঙ্গিক যাতে ক্যামেরায় ধরা পড়ে তা নিশ্চিত করতে সংবাদ মাধ্যমেও সেখানে আমন্ত্রণ জানানোর কথা লেখা হয়েছে।

তবে এই বিতর্ক সভায় অংশ নিতে পারবেন না বাবা রামদেব এবং তাঁর প্রধান সহযোগী তথা খাতায়কলমে পতঞ্জলির সর্বেসর্বা বালাকৃষ্ণ। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেহেতু এই দু’জন নিজের শিক্ষাগত যোগ্যতা কী সেটা আইএমএ-কে জানাননি, তাই দর্শক হিসেবে তাঁরা এই বিতর্ক সভায় উপস্থিত থাকতে পারেন। স্বাস্থ্যকর এই আলোচনা কবে কীভাবে করা যেতে পারে সেই সিদ্ধান্তভারও রামদেবের উপরই ন্যস্ত করেছে শীর্ষ চিকিৎসক সংগঠন। যদিও কোথায় এই বিতর্ক হবে সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে বলে লেখা হয়েছে চিঠিতে।

আরও পড়ুন: দিল্লিতে রোজ আক্রান্ত হতে পারেন ৪৫ হাজার! করোনার তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস আইআইটি-র

রামদেবের মন্তব্যের জেরে বিগত কয়েকদিন যাবৎ অ্যালোপাথি এবং আর্য়ুবেদ চিকিৎসা নিয়ে যে মতান্তর তৈরি হয়েছে তার মধ্যে যাতে দ্রুত সামঞ্জস্য আনা যায় সেই বিষয়টি লিখেছেন সংগঠনের চিকিৎসক। অন্য একটি চিঠিতে পতঞ্জলিকে বলা হয়েছে, তারা যেন সেই হাসপাতালগুলির তথ্য প্রকাশ্যে আনে যেখানে আর্য়ুবেদ ওষুধ করোনা চিকিৎসায় ব্যববার করা হয়েছে। যদিও পতঞ্জলি এই বিতর্ক সভায় অংশ নেবে কি না সেই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি।

আরও পড়ুন: রোজ ১ কোটি মানুষের টিকাকরণ হবে, আশার কথা এইমস প্রধানের মুখে