AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: বেশি বড় বড় কথা বলতেই সরাসরি পাকিস্তানের এই মন্ত্রীর ‘মুখ বন্ধ’ করে দিল ভারত

Pakistan: সাংবাদিক বৈঠকে পাক মন্ত্রী রীতিমতো হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, "ভারত কোনও পদক্ষেপ করলে, তার কড়া জবাব দেওয়া হবে। যে কোনও ক্ষতির দায় নিতে হবে ভারতকে।"

Pakistan: বেশি বড় বড় কথা বলতেই সরাসরি পাকিস্তানের এই মন্ত্রীর 'মুখ বন্ধ' করে দিল ভারত
আতাউল্লাহ তারারImage Credit: twitter
| Updated on: May 03, 2025 | 8:20 AM
Share

নয়া দিল্লি: কয়েকদিন আগেই ভারতকে নিয়ে করা মন্তব্যে শিরোনামে আসেন পাকিস্তানের মন্ত্রী আতাউল্লাহ তারার। এক্স মাধ্যমে তিনি দাবি করেছিলেন, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে নাকি ভারত হামলা করবে পাকিস্তানে। তাঁর কাছে নাকি এ বিষয়ে নির্দিষ্ট ইনপুট আছে! সে সব কথা বলার পরই ওই পাক মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করল ভারত।

গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার পর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত। এরই মধ্যে পাক মন্ত্রী এমন মন্তব্য করে জল্পনা বাড়ান। এরপর শুক্রবার আতাউল্লাহ তারারের এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে ভারতে।

পাকিস্তানের তথ্য় ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারারের এক্স অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে প্রোফাইলের ছবি ও পুরো অ্যাকাউন্টটি কালো।

গত বুধবার তারার এক সাংবাদিক সম্মেলন করে বলেন, “পাকিস্তান জানতে পেরেছে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত মিলিটারি স্ট্রাইক করবে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন দেশের তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা বলেন, তারপরই তারার ওই দাবি করেন।

ওই সাংবাদিক বৈঠকে পাক মন্ত্রী রীতিমতো হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, “ভারত কোনও পদক্ষেপ করলে, তার কড়া জবাব দেওয়া হবে। যে কোনও ক্ষতির দায় নিতে হবে ভারতকে।”

শুক্রবার সরাসরি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও পদক্ষেপ করেছে ভারত। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত। ব্লক করা চ্যানেলে লেখা রয়েছে, “এই কনটেন্টটি বর্তমানে এই দেশে উপলব্ধ নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা আইনশৃঙ্খলার কারণে সরকারের আদেশে সরানো হয়েছে।”