India Pakistan tension: উরি সেক্টরে শুরু গোলাবর্ষণ, ভারতের মেট্রো স্টেশনগুলো উড়িয়ে দেওয়ার হুমকি

India Pakistan tension: ইতিমধ্যেই মেট্রো স্টেশনগুলিতে পৌঁছে গিয়েছেন নিরাপত্তা আধিকারিকরা। এটিএস, ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে। ইতিমধ্যেই জম্মুর জনসাধারণের এলাকায় সাইরেন বাজতে শুরু করেছে। আরএসপুরা এবং আরনিয়া সেক্টরেও বাজছে সাইরেন।

India Pakistan tension: উরি সেক্টরে শুরু গোলাবর্ষণ, ভারতের মেট্রো স্টেশনগুলো উড়িয়ে দেওয়ার হুমকি
ব্ল্যাক আউটImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 10, 2025 | 12:32 AM

জয়পুর: ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি। আবারও উরি সেক্টরের নিয়ন্ত্রণরেখা গোহাল্লান এলাকায় পাকিস্তানের অস্ত্র ও কামানের গোলাগুলি শুরু হয়েছে। এরইমধ্যে দেশের বেশ কিছু মেট্রো স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি এল। কোনও নির্দিষ্ট স্টেশনের নাম নয়, ইমেলের মাধ্যমে মেট্রো স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই মেট্রো স্টেশনগুলিতে পৌঁছে গিয়েছেন নিরাপত্তা আধিকারিকরা।
এটিএস, ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে। ইতিমধ্যেই জম্মুর জনসাধারণের এলাকায় সাইরেন বাজতে শুরু করেছে। আরএসপুরা এবং আরনিয়া সেক্টরেও বাজছে সাইরেন।

শুক্রবার সন্ধ্যায় বিদেশ মন্ত্রক এবং ভারত সেনাবাহিনী যৌথ সাংবাদিক বৈঠক করে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী, কর্নেল সোফিয়া কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। পাকিস্তানের বিরুদ্ধে আকাশসীমা বন্ধ না করার অভিযোগ তুলেছে ভারত। তিন সেনাপ্রধানের সঙ্গে নিজের বাসভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষের কিছুক্ষণ পরেই উরি সেক্টরে শুরু হয় গোলাবর্ষণ।