India-Pakistan Tension: পাকিস্তানের দিকে এগোচ্ছে ২৬টি রণতরী, এবার কী হবে?

India-Pakistan Tension: রাতেই সমুদ্রে নামে ভারতীয় নৌসেনার রণতরীও। সূত্রের খবর, আইএনএস বিক্রান্ত অভিযানে নেমেছে। হামলা করেছে করাচি বন্দরে।

India-Pakistan Tension: পাকিস্তানের দিকে এগোচ্ছে ২৬টি রণতরী, এবার কী হবে?
এগোচ্ছে ভারতীয় নৌসেনা।Image Credit source: PTI

|

May 09, 2025 | 7:42 PM

নয়া দিল্লি: বায়ুসেনার পর এবার বড় অভিযানে ভারতীয় নৌসনা। পাকিস্তানের আস্ফালনে জবাব দিতে এবার তাদের দিকে এগোচ্ছে নৌসেনার ২৬টি জাহাজ। ইতিমধ্যেই করাচি বন্দরে আঘাত হেনেছে ভারতের নৌবাহিনী। ১৯৭১-র পর ফের একবার ভারতের আঘাতে জ্বলছে পাকিস্তান। এবার নৌসেনার যুদ্ধজাহাজ এগোচ্ছে। সামনে টিকতে পারবে তো পাকিস্তান?

বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত পরিস্থিতি। ভারতের উপরে হামলা চালাচ্ছে পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এস-৪০০ সুদর্শন চক্র ভেদ করে পাকিস্তানি ড্রোন ঢুকতেই পারেনি। আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে সব ড্রোন-মিসাইল। অন্যদিকে, নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার সংঘর্ষ চলছে। পাকিস্তানের ছোড়া গুলি-মর্টার-শেলের যোগ্য জবাব দিয়েছে ভারত।

রাতেই সমুদ্রে নামে ভারতীয় নৌসেনার রণতরীও। সূত্রের খবর, আইএনএস বিক্রান্ত অভিযানে নেমেছে। হামলা করেছে করাচি বন্দরে। প্রসঙ্গত, শেষবার ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের রণতরী হামলা করেছিল এই করাচি বন্দরেই। সেই সময় এক সপ্তাহ ধরে জ্বলেছিল করাচি বন্দর।

আরব সাগরে ভারতীয় নৌসেনা নামিয়েছে পি-৮১ এয়ারক্রাফ্টও। এটি অ্যান্টি-সাবমেরিন এয়ারক্রাফ্ট। পাকিস্তানের সাবমেরিন হামলা চালাতে পারে, সেই হামলা ঠেকাতেই এয়ারক্রাফ্ট নামানো হয়েছে। অন্যদিকে ২৬টি রণতরীও এগোচ্ছে পাকিস্তানের দিকে। এবার কী হবে?