Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Aircraft Cyber Attack: মায়ানমারে ত্রাণ বিলি করতে যাওয়ার পথে ‘হামলার’ মুখে ভারতীয় সেনা

Indian Aircraft Cyber Attack: রবিবার ত্রাণ নিয়ে মায়ানমারে যাওয়ার পথে ভারতীয় বায়ুসেনা C-130J যুদ্ধবিমানে চলে সাইবার হামলা। জিপিএস স্পুফিং-এর মাধ্যমে হামলা চালানো হয় ওই সেনা বিমানে। যার জেরে ক্ষণিকের জন্য সেনাকে বিপত্তির মুখে পড়তে হলেও, সঙ্গে সঙ্গে সেই হামলা প্রতিহত করে তারা।

Indian Aircraft Cyber Attack: মায়ানমারে ত্রাণ বিলি করতে যাওয়ার পথে 'হামলার' মুখে ভারতীয় সেনা
প্রতীকী ছবিImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 14, 2025 | 3:47 PM

নয়াদিল্লি: ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে দফায় দফায় ত্রাণ পাঠাচ্ছে ভারত। অপারেশন ব্রহ্মার হাত ধরে পড়শি দেশের পাশে দাঁড়িয়েছে নয়াদিল্লি। কিন্তু সেই ত্রাণ বিলি করতে গিয়েও ‘হামলার’ মুখে পড়তে হয় ভারতীয় বায়ুসেনাকে।

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী, রবিবার ত্রাণ নিয়ে মায়ানমারে যাওয়ার পথে ভারতীয় বায়ুসেনা C-130J যুদ্ধবিমানে চলে সাইবার হামলা। জিপিএস স্পুফিং-এর মাধ্যমে হামলা চালানো হয় ওই সেনা বিমানে। যার জেরে ক্ষণিকের জন্য সেনাকে বিপত্তির মুখে পড়তে হলেও, সঙ্গে সঙ্গে সেই হামলা প্রতিহত করে তারা। সুরক্ষিত যাত্রা ও সাইবার হামলাকে প্রতিহত করতে তৎক্ষণাৎ ইন্টারনাল নেভিগেশন সিস্টেম ব্যবহার শুরু করেন বিমান চালক।

কী এই জিপিএস স্পুফিং?

বিশেষজ্ঞদের তরফে জানা গিয়েছে, এটি এক প্রকারের সাইবার হামলা। যার মাধ্যমে দুষ্কৃতীরা বিমান চালকদের জিপিএস ভুয়ো সংকেত দিয়ে তাদের পথভ্রষ্ট ও বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে। ভারত-পাকিস্তানের উপর দিয়ে গেলে এই ধরনের সাইবার হামলার মুখে মাঝে মধ্যেই পড়তে হয়।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা দেখা যায় ৭.৭ মাত্রা পর্যন্ত। কম্পনের তীব্রতা এতটাই ছিল, যে তা টের পাওয়া যায় কলকাতায় বসেও। এরপরই দেখা যায়, ধ্বংসের ছবি। ধসে পড়ে মায়ানমারের একের পর এক ইমারত। মৃত্যু হয় ১ হাজারের বেশি মানুষের। সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে ত্রাণ পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।