Kannada actor Darshan Thoogudeepa arrested: অনুরাগীকে ‘খুন’, দায় নেওয়ার জন্য ৩ জনকে টাকার টোপ দেন দক্ষিণের এই তারকা
Kannada actor Darshan Thoogudeepa arrested: 'চ্যালেঞ্জিং স্টার' হিসেবেই পরিচিত কন্নড় সিনেমার তারকা দর্শন। এক ব্যক্তিকে খুনের অভিযোগে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রেণুকা স্বামী। তিনি দর্শনের একজন অনুরাগী।
বেঙ্গালুরু: ঠিক যেন সিনেমার কাহিনি। খুন করে দেহ লোপাটের চেষ্টা। খুনের দায় ঘাড়ে নেওয়ার জন্য অন্যকে টাকার টোপ। শেষে সব কারসাজি ধরা পড়ল পুলিশ কিংবা নায়কের কাছে। কিন্তু, বাস্তবের এই কাহিনিতে পর্দার হিরোই ভিলেন হয়ে গেলেন। ধরা পড়লেন পুলিশের কাছে। বেঙ্গালুরুতে এক ব্যক্তির রহস্যমৃত্যুতে এমন রোমহর্ষক কাহিনিই উঠে আসছে। আর সেই খুনে পুলিশের জালে ধরা পড়েছেন কন্নড় সিনেমার তারকা দর্শন থুগুদীপা। দর্শন ছাড়াও অভিনেত্রী পবিত্রা গৌড়া এবং আরও ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
‘চ্যালেঞ্জিং স্টার’ হিসেবেই পরিচিত কন্নড় সিনেমার তারকা দর্শন। এক ব্যক্তিকে খুনের অভিযোগে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রেণুকা স্বামী। তিনি দর্শনের একজন অনুরাগী। ৯ জুন বেঙ্গালুরুর কামাক্ষীপাল্যায় একটি ড্রেন থেকে বছর তেত্রিশের ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। কয়েকটি কুকুর দেহটি ছিঁড়ে খাচ্ছিল। নিকটবর্তী আবাসনের নিরাপত্তারক্ষী কামাক্ষ্যাপাল্যা থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে।
ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একের পর এক তথ্য পায় পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, রেণুকা স্বামী দর্শনের একজন অনুরাগী। অভিনেত্রী তথা দর্শনের প্রেমিকা পবিত্রা গৌড়াকে তিনি আপত্তিজনক মেসেজ পাঠিয়েছিলেন বলে অভিযোগ। পবিত্রার জন্য দর্শনের সংসার ভেঙেছে বলে রেণুকা মেসেজ করেন। এবং পবিত্রাকে এর ফল ভুগতে হবে বলেও রেণুকা হুঁশিয়ারি দেন বলে অভিযোগ।
এরপরই রেণুকাকে অপহরণ করা হয়। পুলিশ জানিয়েছে, দর্শনের ফ্যান ক্লাবের আহ্বায়ক রাঘেবেন্দ্র ওরফে রঘুকে কাজে লাগান দর্শন। রেণুকার স্ত্রী জানান, রাঘেবেন্দ্রই তাঁর স্বামীকে বাড়ির সামনে থেকে গাড়িতে তোলে। তারপর একটি জায়গায় আটকে রেখে তাঁর উপর নৃশংসভাবে অত্যাচার করা হয়। অত্যাচারের জেরে রেণুকা স্বামীর মৃত্যু হলে তাঁর দেহ ড্রেনে ফেলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, খুনের দায় নিজেদের ঘাড়ে নেওয়ার জন্য তিনজনকে টাকার টোপ দিয়েছিলেন দর্শন। প্রত্যেককে পাঁচ লক্ষ করে টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর নিন্দায় সরব হয়েছে কর্নাটকের ফিল্ম ইন্ডাস্ট্রি।
দর্শন-সহ ধৃত ১৩ জনকে সাতদিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেন, পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। আইন অনুসারে দোষীরা শাস্তি পাবে। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, আইন মোতাবেক দর্শন এবং অন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।