Umar Nabi Video: ‘সবাই ভুল বোঝে…’, শেষ ভিডিয়োতে যা বুঝিয়ে গিয়েছেন উমর, শুনলে

Delhi Red Fort Blast: পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, অত্যন্ত মেধাবী ছিলেন উমর। নিজের পড়াশোনা ও কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। তবে বিগত দুই বছর ধরে তাঁর মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছিল। আর এই ভিডিয়ো থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, কীভাবে মগজধোলাই চলছে।

Umar Nabi Video: সবাই ভুল বোঝে..., শেষ ভিডিয়োতে যা বুঝিয়ে গিয়েছেন উমর, শুনলে
উমর নবির ভিডিয়োImage Credit source: TV9 Bangla

Nov 18, 2025 | 10:35 AM

নয়া দিল্লি: লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর যাঁর ছবি প্রথম প্রকাশ্যে আসে, তিনি উমর নবি। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে পার্কিং লটে দেখা যায় তাঁকে। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দেহ। পরে মায়ের সঙ্গে ডিএনএ ম্যাচ করতেই পরিচয়টা স্পষ্ট হয়ে যায়। ঘটনার এক সপ্তাহ বাদে প্রকাশ্যে এল একটি ভিডিয়ো। সূত্রের খবর, এটাই উমরের শেষ ভিডিয়ো।

পেশায় চিকিৎসক উমর উন নবী কাশ্মীরের বাসিন্দা ছিলেন। তাঁর বাড়ি থেকেও প্রচুর বিস্ফোরক হয়েছে। ইতিমধ্যেই কাশ্মীরের পুলওয়ামার সেই বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অত্যন্ত মেধাবী ছিলেন এই উমর। ক্রমশ অন্য পথে চলে যাচ্ছিলেন তিনি।

ভিডিয়োতে শোনা যাচ্ছে, আত্মঘাতী হামলা নিয়ে রীতিমতো ব্যাখ্যা দিচ্ছেন উমর নবী। তিনি বোঝাচ্ছেন, আত্মঘাতী হামলা নিয়ে মানুষ ভুল বোঝে। উমরের বক্তব্য, আত্মঘাতী বোমা নাকি আসলে শহিদ হওয়ার সামিল। গম্ভীর মুখে সেই পাঠই দিচ্ছেন তিনি। ভিডিয়ো দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না যে তিনি মগজধোলাই করছেন।

গোয়েন্দারা বলেন, যে কোনও নাশকতার কার্যকলাপের পিছনে দীর্ঘদিন ধরে চলে মগজধোলাই। বোঝানো হয় যে আত্মঘাতী হামলায় মৃত্যু হওয়াটা ভাল। এভাবেই শিক্ষিত যুবক-যুবতীদেরও নাশকতার কার্যকলাপে টেনে আনা হয়।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, অত্যন্ত মেধাবী ছিলেন উমর। নিজের পড়াশোনা ও কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। তবে বিগত দুই বছর ধরে তাঁর মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছিল। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, টেলিগ্রামে বিভিন্ন গ্রুপে যোগ দিয়েছিলেন উমর, যেখানে মগজ ধোলাই করা হত।