Manmohan Singh: ৯২-এ পা দিলেন মনমোহন সিং, ফোনে শুভেচ্ছা মোদীর, রাহুল বললেন…

Sep 26, 2024 | 9:45 PM

Manmohan Singh: বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর), ৯২ বছরে পা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই উপলক্ষে তাঁকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে, সোশ্যাল মিডিয়াতেও তাঁর পূর্বসূরিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদী।

Manmohan Singh: ৯২-এ পা দিলেন মনমোহন সিং, ফোনে শুভেচ্ছা মোদীর, রাহুল বললেন...
মনমোহন সিং ও নরেন্দ্র মোদী (ফাইল ছবি)
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর), ৯২ বছরে পা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই উপলক্ষে তাঁকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে, সোশ্যাল মিডিয়াতেও তাঁর পূর্বসূরিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংজিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি প্রার্থনা করি তিনি যেন দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করেন।”

তবে শুধু প্রধানমন্ত্রী মোদীই নন, এদিন দলমত নির্বিশেষে বহু রাজনৈতিক নেতারাই শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে। কংগ্রেস নেতারা শুধু তাঁকে শুভেচ্ছাই জানাননি, দেশের জন্য তাঁর অবদানও তুলে ধরেছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “ড. মনমোহন সিংজিকে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের দেশের ভবিষ্যৎ গঠনে আপনার নম্রতা, প্রজ্ঞা এবং নিঃস্বার্থ সেবা আমাকে এবং লক্ষ লক্ষ ভারতীয়কে অনুপ্রাণিত করে চলেছে। আপনার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করছি!”

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, “রাজনীতির ক্ষেত্রে সরলতা, মর্যাদা এবং চতুরতার বিরল মূর্ত প্রতীক। তাঁর জন্মদিন উপলক্ষে, আমি প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংজিকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।”

১৯৩২ সালে পাকিস্তানে জন্মেছিলেন মনমোহন সিং। ২০০৪ থেকে ২০১৪ – দশ বছর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন ড. মনমোহন সিং। তার আগে ১৯৯১-১৯৯৬-এ পিভি নরসিংহ রাও-এর নেতৃত্বাধীন সরকারে ভারতের অর্থমন্ত্রীও ছিলেন তিনি। তাঁর আমলে দেশের অর্থনীতির বিস্তৃত সংস্কার হয়েছিল।

Next Article