অমরাবতী: দীপাবলির দিনই ভয়ঙ্কর দুর্ঘটনা। বাজি ফেটে মৃত্যু যুবকের। আহত আরও কমপক্ষে ৬ জন। দীপাবলির জন্যই বস্তা ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছিল পেঁয়াজ বোমা বা দেশি চকোলেট বোমা। স্কুটারে নিয়ে যাওয়ার সময়ই হঠাৎ চাকা গর্তে পড়ে। রাস্তায় আছড়ে পড়তেই ফাটতে শুরু করে বোমা। বিস্ফোরণের জেরেই মৃত্যু হয় একজনের।
ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের এলুরু জেলায়। এ দিন দুপুর ১২টা নাগাদ এক ব্যক্তি স্কুটারে করে বাজি নিয়ে যাচ্ছিলেন। তাঁর স্কুটারে এক বস্তা ভর্তি পেঁয়াজ বোমা ছিল। একটি সরু গলিতে ঢোকার পরই রাস্তার গর্তে স্কুটারের চাকা পড়ে। বস্তা থেকে বোমাগুলি মাটিতে আছড়ে পড়তেই বিস্ফোরণ শুরু হয়।
लोकेशन : एलुरु, आंध्र प्रदेश
दो व्यक्ति प्याज बम लेकर सीमेंट की सड़क पर जा रहे थे, जहां सड़क के हिस्सों में गैप से विस्फोट हुआ। पुलिस ने सुधाकर की मौत और अन्य के घायल होने की जानकारी दी।#Eluru#Diwali#DiwaliCelebration pic.twitter.com/FHLQPLsL1m
— محمد الزمر (@MohdAlzamar) October 31, 2024
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গলির মোড়ে পাঁচ-ছয় দাঁড়িয়ে ছিলেন। তাদের কাছাকাছি যেতেই স্কুটারের চাকা গর্তে পড়ে এবং বোমা ফেটে বিস্ফোরণ হতে শুরু করে। নিমেষেই সাদা ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। কয়েকজনকে কান চেপে আশেপাশের বাড়ির দিকে দৌড়াতে দেখা যায়।
যে যুবক বাইক চালাচ্ছিল, বিস্ফোরণে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। আহত আরও ছয়জন। এদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক।