Waqf Property in India: কেন্দ্রের কাছে জমা পড়ল ‘ওয়াকফের হিসাব’, বাংলায় কত পাওয়া গেল?
Waqf Property: সোমবার এই মর্মে একটি বিবৃতি জারি করেছিল সংখ্যালঘু মন্ত্রক। তাতে তারা জানিয়েছিল, 'প্রথম দিকের তুলনায় শেষ দিকে সম্পত্তি নথিভুক্তের পরিমাণ অনেকটাই বেশি। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। সেটাই এই কাজে অনেকটাই গতি আনতে সাহায্য করেছে।'

নয়াদিল্লি: ৬ ডিসেম্বর ছিল ডেডলাইন। তার মধ্য়েই কেন্দ্রীয় পোর্টাল ‘উমিদে’ সব ক’টি রাজ্য়কে নথিভুক্ত করতে হত, সংশ্লিষ্ট রাজ্য়ের ওয়াকফ সম্পত্তির খতিয়ান। তেমনটাই হল, ওয়াকফের খতিয়ান উঠে এল কেন্দ্রীয় পোর্টালে। এখনও পর্যন্ত গোটা দেশে ৫ লক্ষ ১৭ হাজার ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করা হয়েছে। যার মধ্যে ২ লক্ষ ১৬ হাজার ৯০৫টি ওয়াকফ সম্পত্তি অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্য়ালঘু বিষয়ক মন্ত্রক।
সুপ্রিম কোর্ট জানিয়েছিল, দেশের সমস্ত ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করা বাধ্যতামূলক। সেই সূত্র ধরে গত ৬ জুন সংশ্লিষ্ট পোর্টালটি তৈরি করে কেন্দ্রীয় সংখ্য়ালঘু বিষয়ক মন্ত্রক। দিয়ে দেওয়া হয় ছয় মাসের ডেডলাইন। ৬ ডিসেম্বর ছিল যার শেষ তারিখ। সোমবার এই মর্মে একটি বিবৃতি জারি করেছিল সংখ্যালঘু মন্ত্রক। তাতে তারা জানিয়েছিল, ‘প্রথম দিকের তুলনায় শেষ দিকে সম্পত্তি নথিভুক্তের পরিমাণ অনেকটাই বেশি। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। সেটাই এই কাজে অনেকটাই গতি আনতে সাহায্য করেছে।’
আপাতত ছ’মাসের হিসাব অনুযায়ী, নথিভুক্ত হয়েছে ৫ লক্ষ ১৭ হাজার ৪০টি ওয়াকফ সম্পত্তি। তার মধ্যে অনুমোদন পেয়েছে ২ লক্ষ ১৬ হাজার ৯০৫টি সম্পত্তি। নথিভুক্তিকরণের সময় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে ১০ হাজার ৮৬৯টি সম্পত্তি বাতিল করা হয়েছে। কিন্তু কোন রাজ্য থেকে কত সম্পত্তি নথিভুক্ত হল? সেই তথ্য তুলে ধরেছে সংশ্লিষ্ট মন্ত্রক।
কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত হয়েছে উত্তর প্রদেশে, মোট ৯২ হাজার ৮৩০টি। যার মধ্য়ে ৮৬ হাজার ৩৪৫ সুন্নি সম্প্রদায়দের এবং ৬ হাজার ৪৮৫টি শিয়া সম্প্রদায়ের। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট নথিভুক্ত হয়েছে ৬২ হাজার ৯৩৯টি ওয়াকফ সম্পত্তি। তৃতীয় স্থানে রয়েছে কর্নাটক, সেখানে মোট নথিভুক্ত ওয়াকফ সম্পত্তি ৫৮ হাজার ৩২৪টি। বাংলায় অনেকটাই কম ২৩ হাজার ৮৬টি। কিন্তু এটা কি পূর্ণ তথ্য? কারণ পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বিষয়ক ওয়েবসাইট বলছে, রাজ্য়ে মোট ওয়াকফ সম্পত্তি রয়েছে ৮২ হাজার ৬১৬টি।
