রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে ১১ দিনের বিশেষ আচার মোদীর, শুরুতেই যম-নিয়ম

Jan 12, 2024 | 10:28 AM

PM Modi's 11-day special ritual: অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে ১১ দিনের একটি বিশেষ আচার-অনুষ্ঠান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজেই এই খবর এক্স হ্যান্ডেলে দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতের সমস্ত মানুষের সমস্ত মানুষের কাছে আশীর্বাদ চেয়েছেন তিনি।

Follow Us

নয়া দিল্লি: অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে ১১ দিনের একটি বিশেষ আচার-অনুষ্ঠান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (১২ জানুয়ারি), এক্স হ্যান্ডেলে হিন্দিতে করা এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার আর মাত্র ১১ দিন বাকি। আমি সৌভাগ্যবান যে আমিও এই শুভ অনুষ্ঠানের সাক্ষী হতে পারছি। প্রভু আমাকে প্রাণ প্রতিষ্ঠার সময় ভারতের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। এই কথা মাথায় রেখে আমি আজ থেকে ১১ দিনের একটি বিশেষ আচার শুরু করছি। আমি সমস্ত মানুষের কাছে আশীর্বাদ চাইছি। এই মুহুর্তে, আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।” নাসিক থেকে তিনি এই আচার অনুষ্ঠান শুরু করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এক্স হ্যান্ডেলে করা পোস্টে, এক বিশেষ ভিডিয়ো-অডিয়ো বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তাতে তিনি বলেছেন, হিন্দু শাস্ত্র অনুসারে, কোনও দেব-মূর্তির প্রাণ প্রতিষ্টা এক বিশদ এবং ব্যাপক প্রক্রিয়া। তিনি বলেছেন, “এর জন্য, বিশদ নিয়ম রয়েছে। প্রাণ প্রতিষ্ঠার বেশ কয়েক দিন আগে থেকে সেগুলি অনুসরণ করতে হয়। আমি আজ থেকে প্রাণপ্রতিষ্ঠার দিন পর্যন্ত শাস্ত্রে নির্দেশিত সমস্ত নিয়ম এবং তপস্যা কঠোরভাবে পালন করব।” মহারাষ্ট্রের নাসিকে যম-নিয়ম দিয়ে এই ১১ দিনের বিশেষ আচার অনুষ্ঠান শুরু করবেন তিনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অডিয়ো-ভিডিয়ো বার্তা শুরু হয়েছিল ‘সিয়াবর রামচন্দ্র কি জয়’ এবং ‘রাম-রাম’ স্লোগান দিয়ে। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘জীবনের কিছু মুহূর্ত বাস্তবে পরিণত হয় শুধুমাত্র ঐশ্বরিক আশীর্বাদে। আজ আমাদের সকল ভারতীয়দের জন্য এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা রাম ভক্তদের জন্য এক পবিত্র সময়। সর্বত্র ভগবান শ্রীরামের ভক্তির এক অপূর্ব পরিবেশ বিরাজ করছে। চারদিকে রামের নামে স্লোগান উঠছে। রাম ভজনের আশ্চর্য সৌন্দর্য হল এর সুর। সবাই ২২ জানুয়ারির জন্য অপেক্ষা করছে, সেই ঐতিহাসিক পবিত্র মুহূর্তের কথা ভাবছে।”

নয়া দিল্লি: অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে ১১ দিনের একটি বিশেষ আচার-অনুষ্ঠান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (১২ জানুয়ারি), এক্স হ্যান্ডেলে হিন্দিতে করা এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার আর মাত্র ১১ দিন বাকি। আমি সৌভাগ্যবান যে আমিও এই শুভ অনুষ্ঠানের সাক্ষী হতে পারছি। প্রভু আমাকে প্রাণ প্রতিষ্ঠার সময় ভারতের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। এই কথা মাথায় রেখে আমি আজ থেকে ১১ দিনের একটি বিশেষ আচার শুরু করছি। আমি সমস্ত মানুষের কাছে আশীর্বাদ চাইছি। এই মুহুর্তে, আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।” নাসিক থেকে তিনি এই আচার অনুষ্ঠান শুরু করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এক্স হ্যান্ডেলে করা পোস্টে, এক বিশেষ ভিডিয়ো-অডিয়ো বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তাতে তিনি বলেছেন, হিন্দু শাস্ত্র অনুসারে, কোনও দেব-মূর্তির প্রাণ প্রতিষ্টা এক বিশদ এবং ব্যাপক প্রক্রিয়া। তিনি বলেছেন, “এর জন্য, বিশদ নিয়ম রয়েছে। প্রাণ প্রতিষ্ঠার বেশ কয়েক দিন আগে থেকে সেগুলি অনুসরণ করতে হয়। আমি আজ থেকে প্রাণপ্রতিষ্ঠার দিন পর্যন্ত শাস্ত্রে নির্দেশিত সমস্ত নিয়ম এবং তপস্যা কঠোরভাবে পালন করব।” মহারাষ্ট্রের নাসিকে যম-নিয়ম দিয়ে এই ১১ দিনের বিশেষ আচার অনুষ্ঠান শুরু করবেন তিনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অডিয়ো-ভিডিয়ো বার্তা শুরু হয়েছিল ‘সিয়াবর রামচন্দ্র কি জয়’ এবং ‘রাম-রাম’ স্লোগান দিয়ে। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘জীবনের কিছু মুহূর্ত বাস্তবে পরিণত হয় শুধুমাত্র ঐশ্বরিক আশীর্বাদে। আজ আমাদের সকল ভারতীয়দের জন্য এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা রাম ভক্তদের জন্য এক পবিত্র সময়। সর্বত্র ভগবান শ্রীরামের ভক্তির এক অপূর্ব পরিবেশ বিরাজ করছে। চারদিকে রামের নামে স্লোগান উঠছে। রাম ভজনের আশ্চর্য সৌন্দর্য হল এর সুর। সবাই ২২ জানুয়ারির জন্য অপেক্ষা করছে, সেই ঐতিহাসিক পবিত্র মুহূর্তের কথা ভাবছে।”

Next Article