Modi share Bhajan: রামলালাকে নিয়ে গাওয়া ভজন শেয়ার করলেন মোদী

Jan 03, 2024 | 8:27 PM

রাম মন্দির নিয়ে দেশবাসীর মধ্যে উন্মাদনা চরমে উঠেছে। রামমন্দির নিয়ে ইতিমধ্যেই একাধিক বই এবং গানও প্রকাশ্যে এসেছেন। সম্প্রতি রামলালাতে নিয়ে একটি ভজন গেয়েছেন স্বাতী মিশ্র নামের এক গায়িকা। সেই গানের ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডল থেকে বুধবার শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Modi share Bhajan: রামলালাকে নিয়ে গাওয়া ভজন শেয়ার করলেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

নয়াদিল্লি: অযোধ্যা ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের প্রস্তুতি চলছে জোরকদমে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যেতে চাইছেন অযোধ্যায়। রাম মন্দির নিয়ে দেশবাসীর মধ্যে উন্মাদনা চরমে উঠেছে। রামমন্দির নিয়ে ইতিমধ্যেই একাধিক বই এবং গানও প্রকাশ্যে এসেছেন। সম্প্রতি রামলালাতে নিয়ে একটি ভজন গেয়েছেন স্বাতী মিশ্র নামের এক গায়িকা। সেই গানের ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডল থেকে বুধবার শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই গানকে ‘মন্ত্রমুগ্ধকর’ বলেও অভিহিত করেছেন প্রধানমন্ত্রী।

এক্স হ্যান্ডেল ইউটিউব ভিডিয়ো শেয়ার করে মোদী লিখেছেন, “রাম লালাকে স্বাগত জানাতে স্বাতী মিশ্রের গাওয়া এই ভক্তিমূলক ভজন মন্ত্রমুগ্ধকর।”

 

স্বাতী মিশ্র এক জন ইউটিউব গায়িকা। বিহারের ছাপড়ায় বাড়ি তাঁর। এই ভজনের আগে ছট মাতাকে নিয়ে তাঁর গাওয়া একটি গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভজনটিও ভাইরাল হতে শুরু করেছে। স্বাতী বর্তমানে মুম্বইয়ে রয়েছেন। সেখানে সঙ্গীত চর্চা করেন তিনি।

Next Article