Father Killed Son: পরকীয়ায় জড়িয়েছে স্ত্রী, সন্দেহের বশে তিন বছরের শিশুর গলা কাটলেন বাবা
Father Killed Son: এদিকে, মাধব বাড়ি থেকে চলে যেতেই পুলিশের কাছে গিয়ে নিখোঁজ হওয়ার কথা জানান তার স্ত্রী। পুলিশ সূত্রে খবর, স্ত্রীয়ের বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ ছিল সেই যুবকের। আর তা নিয়ে রোজ বচসা বাঁধত তাদের মধ্যে।

পুনে: গলা কেটে তিন বছরের শিশুর প্রাণ নিলেন খোদ বাবা। নেপথ্যে কারণ? স্ত্রীয়ের সঙ্গে ঝামেলা, মনমালিন্য। সেই মানসিক যন্ত্রণাতেই নিয়ে নিলেন এমন চরম পদক্ষেপ। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা পুনের। অভিযুক্তের নাম মাধব টিকেটি। জানা গিয়েছে, মাস কয়েক ধরেই চাকরি খুইয়ে বাড়িতে বসেছিলেন মাধব। সেই মানসিক যন্ত্রণা ও টানাপোড়েনের মধ্যে হামেশাই স্ত্রীয়ের সঙ্গে কথা-কাটাকাটি চলত তার। গত বৃহস্পতিবার সেই দ্বন্দ্বই তুঙ্গে ওঠে। স্ত্রীয়ের সঙ্গে ঝগড়া করে ছোট্ট ছেলেকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মাধব। আর ফেরে না।
এদিকে, মাধব বাড়ি থেকে চলে যেতেই পুলিশের কাছে গিয়ে নিখোঁজ হওয়ার কথা জানান তার স্ত্রী। পুলিশ সূত্রে খবর, স্ত্রীয়ের বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ ছিল সেই যুবকের। আর তা নিয়ে রোজ বচসা বাঁধত তাদের মধ্যে।
পুলিশের দাবি, বাড়ি থেকে বেরিয়ে গেলে স্থানীয় কিছু সিসি ক্যামেরায় মাধবের সঙ্গে তার সন্তানের ছবি ওঠে ঠিকই। কিন্তু কিছু ঘণ্টা পর মাধবকে একাই ঘুরতে দেখা গিয়েছে। এই সময়কালেই ‘স্নায়ু চাপে’ নিজের সন্তানকে খুন করেছেন মাধব।
অভিযুক্ত জেরায় জানিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় একটি দোকান থেকে ছুরি কেনে তিনি। তারপর সন্তানকে নিয়ে যান একটি পরিত্যক্ত এলাকায়। যেখানে গিয়ে তার গলা কেটে, সেখানেই মৃতদেহটিকে ফেলে রেখে চলে যান মাধব। তারপর এলাকারই একটি মদের ঠেকে যান তিনি। মাধবের দেওয়া বয়ান থেকেই সেই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।





