Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RSS: বেঙ্গালুরুতে ৩ দিনের অখিল ভারতীয় প্রতিনিধি সভা, উদ্বোধন করলেন ভাগবত

RSS: আরএসএসের তরফে জানানো হয়েছে, অখিল ভারতীয় প্রতিনিধি সভায় মোট ১৪৮২ কার্যকর্তা উপস্থিত থাকবেন। ২০২৪-২৫ অর্থবর্ষের বার্ষিক রিপোর্ট নিয়ে এই তিনদিন আলোচনা হবে।

RSS: বেঙ্গালুরুতে ৩ দিনের অখিল ভারতীয় প্রতিনিধি সভা, উদ্বোধন করলেন ভাগবত
বেঙ্গালুরুতে অখিল ভারতীয় প্রতিনিধি সভার উদ্বোধন করেন মোহন ভাগবত Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Mar 21, 2025 | 10:10 PM

বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে তিনদিনের অখিল ভারতীয় প্রতিনিধি সভার (এবিপিএস) উদ্বোধন করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। শুক্রবার থেকে এই সভার শুরু হয়েছে। চলবে ২৩ মার্চ (রবিবার) পর্যন্ত। বেঙ্গালুরুর চান্নেনহল্লির জনসেবা বিদ্যা কেন্দ্রে তিনদিন ধরে এই সভা চলবে।

আরএসএসের তরফে জানানো হয়েছে, প্রত্যেক বছর এই সভার আয়োজন করা হয়। সঙ্ঘের নিয়মে, এটাই সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। প্রতি বছর সমাজের প্রয়াত বিশিষ্টজনদের স্মরণ করে এই সভার শুরু হয়। এদিন সভার উদ্বোধন করেন সঙ্ঘপ্রধান।

আরএসএসের তরফে জানানো হয়েছে, অখিল ভারতীয় প্রতিনিধি সভায় মোট ১৪৮২ কার্যকর্তা উপস্থিত থাকবেন। ২০২৪-২৫ অর্থবর্ষের বার্ষিক রিপোর্ট নিয়ে এই তিনদিন আলোচনা হবে। প্রত্যেক বছর যুব সমাজের লক্ষ লক্ষ প্রতিনিধি আরএসএসের কর্মসূচির অংশ হন। সেই সংখ্যা ক্রমশ বাড়ছে বলে আরএসএসের তরফে জানানো হয়েছে।

এই খবরটিও পড়ুন

এবছর সঙ্ঘের ১০০ বছর। বিজয়া দশমীতে সঙ্ঘের কাজের একশো বছর পূর্ণ হবে। ২০২৫ সালের বিজয়া দশমী থেকে ২০২৬ বছর সঙ্ঘের ১০০ বছর পূর্ণ ধরা হবে। সেইমতো নানা কর্মসূচি পালন করবে আরএসএস।

এই তিনদিনের সভায় দুটি প্রস্তাব নেওয়া হবে বলে জানা গিয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে কোনও প্রস্তাব আনা হবে কি না, সেই প্রশ্নের উত্তরে আরএসএসের তরফে জানানো হয়, এবিপিএস যা প্রস্তাব আনবে, তা সংবাদমাধ্যকে জানানো হবে। সামাজিক পরিবর্তন বিশেষ করে পাঁচ পরিবর্তন নিয়ে আলোচনা হবে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে এই তিনদিন। মোহন ভাগবত ছাড়াও এই সভায় উপস্থিত থাকবেন আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে।