TV9 Festival of India: ২৫০টি স্টলে পণ্যের সম্ভার, প্রথমদিনই ‘TV9 ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’কে ঘিরে উৎসাহ চোখে পড়ার মতো

Oct 09, 2024 | 10:16 PM

TV9 Festival of India: TV9 নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মা বলেন, 'সারা দেশে প্রতিটি ভাষায় TV9 কাজ করছে। সারা দেশে প্রতিনিধিত্ব রয়েছে। তাই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংস্কৃতি খুঁজে পাওয়া যাবে এই ফেস্টিভালে।'

1 / 7
দুর্গাপূজা উপলক্ষে শুরু হয়ে গেল TV9-এর ফেস্টিভাল। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দেশের সবথেকে বড় লাইফস্টাইল এক্সপো। বিভিন্ন দেশের ২৫০টিরও বেশি স্টল রয়েছে সেখানে। ১৩ অক্টোবর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

দুর্গাপূজা উপলক্ষে শুরু হয়ে গেল TV9-এর ফেস্টিভাল। দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দেশের সবথেকে বড় লাইফস্টাইল এক্সপো। বিভিন্ন দেশের ২৫০টিরও বেশি স্টল রয়েছে সেখানে। ১৩ অক্টোবর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

2 / 7
TV9 নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মা বলেন, 'সারা দেশে প্রতিটি ভাষায় TV9 কাজ করছে। সারা দেশে প্রতিনিধিত্ব রয়েছে। তাই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংস্কৃতি খুঁজে পাওয়া যাবে এই ফেস্টিভালে।'

TV9 নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মা বলেন, 'সারা দেশে প্রতিটি ভাষায় TV9 কাজ করছে। সারা দেশে প্রতিনিধিত্ব রয়েছে। তাই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংস্কৃতি খুঁজে পাওয়া যাবে এই ফেস্টিভালে।'

3 / 7
 সঙ্গীতপ্রেমীদের জন্য এই অনুষ্ঠানে লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে। যা আপনাকে নাচতে বাধ্য করবে। সুফি থেকে বলিউডের হিট গান বা লোকসঙ্গীত সবই পাওয়া যাবে এই আছে।

সঙ্গীতপ্রেমীদের জন্য এই অনুষ্ঠানে লাইভ মিউজিকের ব্যবস্থা রয়েছে। যা আপনাকে নাচতে বাধ্য করবে। সুফি থেকে বলিউডের হিট গান বা লোকসঙ্গীত সবই পাওয়া যাবে এই আছে।

4 / 7
 ফেস্টিভালে কী না পাবেন। ধরে নিন পরিবারের সঙ্গে পিকনিকে যাবেন, সে ক্ষেত্রে কুরাই মাদুর পাবেন এই উৎসবে। এই মাদুরের ওজন মাত্র ৪০০ গ্রাম। আপনি এটি যে কোনও জায়গায় খুব সহজেই নিয়ে যেতে পারবেন।

ফেস্টিভালে কী না পাবেন। ধরে নিন পরিবারের সঙ্গে পিকনিকে যাবেন, সে ক্ষেত্রে কুরাই মাদুর পাবেন এই উৎসবে। এই মাদুরের ওজন মাত্র ৪০০ গ্রাম। আপনি এটি যে কোনও জায়গায় খুব সহজেই নিয়ে যেতে পারবেন।

5 / 7
দুবাই থেকে আসা এক প্রথমবার স্টল দিয়েছেন TV9 বাংলার ফেস্টিভ্যালে। প্রথম দিনেই ভাল সাড়া পেয়েছেন তিনি। নানা ধরনের 'দুবাই পারফিউম' পাওয়া যাচ্ছে। দাম শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে।

দুবাই থেকে আসা এক প্রথমবার স্টল দিয়েছেন TV9 বাংলার ফেস্টিভ্যালে। প্রথম দিনেই ভাল সাড়া পেয়েছেন তিনি। নানা ধরনের 'দুবাই পারফিউম' পাওয়া যাচ্ছে। দাম শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে।

6 / 7
 নয়াদিল্লির ইন্ডিয়া গেটের কাছে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ৯ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত পাঁচদিনের জন্য উৎসব চলবে।

নয়াদিল্লির ইন্ডিয়া গেটের কাছে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ৯ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ অক্টোবর পর্যন্ত পাঁচদিনের জন্য উৎসব চলবে।

7 / 7
২০২৩-এ এই উৎসবের পথচলা শুরু। সেই বছরই এই উৎসব নিয়ে বাঙালিদের মধ্যে উৎসাহ বেড়েছিল। এবার সেই উৎসব আরও এক পা এগোল। এবারও মানুষের উৎসাহ চোখে পড়ার মতো।

২০২৩-এ এই উৎসবের পথচলা শুরু। সেই বছরই এই উৎসব নিয়ে বাঙালিদের মধ্যে উৎসাহ বেড়েছিল। এবার সেই উৎসব আরও এক পা এগোল। এবারও মানুষের উৎসাহ চোখে পড়ার মতো।

Next Photo Gallery