ঝাঁসি: বীভৎস, মর্মান্তিক। ট্রেনের সামনে নয়, ট্রেনের উপরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। ইঞ্জিন থেকে আগুন লেগে যায় ওই ব্যক্তির দেহে। সকলের চোখের সামনে জীবন্ত দ্বগ্ধ হয়ে মারা যা ওই ব্যক্তি। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনাটি ঘটেছে শুক্রবার। উত্তর প্রদেশের ঝাঁসি স্টেশনে। জানা গিয়েছে, ঝাঁসি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের টিনের শেড থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি। সেই সময়ই প্ল্যাটফর্মে ঢুকছিল ১২৭৮০ হজরত নিজামুদ্দিন -ভাস্কো ডা গামা ট্রেন। গোয়াগামী ওই ট্রেনের ইঞ্জিনের উপরে ঝাঁপ দেন ওই ব্যক্তি।
জানা গিয়েছে, ইঞ্জিনের ওভারহেড বৈদ্যুতিক অংশের সংস্পর্শে আসতেই ছোটখাটো বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির দেহে। জীবন্ত অবস্থাতেই দ্বগ্ধ হয়ে মারা যান ওই ব্যক্তি। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
এদিকে, খবর পেয়েই ছুটে আসে রেলওয়ে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় ওভারহেড ইলেকট্রিকাল লাইন। এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় অগ্নিদ্বগ্ধ দেহটি নামানো হয় ইঞ্জিনের উপর থেকে। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রায় ৪০ মিনিট থেকে ৪৫ মিনিট দাঁড়িয়েছিল ট্রেনটি।
রেলওয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ দ্বগ্ধ হয়ে গিয়েছেন ওই ব্যক্তি, তাই নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।