AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

JD Vance: ‘ভয়ঙ্কর’, জঙ্গি হামলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতে সফররত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট

JD Vance: চারদিনের সফরে সোমবার সপরিবারে ভারতে পা রেখেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর স্ত্রী ঊষা চিলুকুরি ভারতীয় বংশোদ্ভূত। তাঁদের সঙ্গে তিন সন্তানও ভারত সফরে এসেছেন।

JD Vance: 'ভয়ঙ্কর', জঙ্গি হামলা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ভারতে সফররত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সImage Credit: PTI
| Updated on: Apr 23, 2025 | 2:29 PM
Share

জয়পুর: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই মুহূর্তে সপরিবারে ভারত রয়েছেন তিনি। ভারতের আতিথেয়তায় মুগ্ধতার কথাও জানিয়েছেন। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনাকে ভয়ঙ্কর বললেন তিনি। মৃতদের পরিজনদের সমবেদনাও জানালেন।

চারদিনের সফরে সোমবার সপরিবারে ভারতে পা রেখেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর স্ত্রী ঊষা চিলুকুরি ভারতীয় বংশোদ্ভূত। তাঁদের সঙ্গে তিন সন্তানও ভারত সফরে এসেছেন। সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সপরিবারে দেখা গিয়েছে আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে। মঙ্গলবার রাজস্থানের জয়পুরে একটি অনুষ্ঠানে যোগ দেন ভান্স।

সেখানেই পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর পান ভান্স। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। আর অনেকে জখম হয়েছেন। পর্যটকদের উপর জঙ্গি হামলার নিন্দা করে এক্স হ্যান্ডলে ভান্স লেখেন, “ঊষা ও আমি পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিজনদের সমবেদনা জানাই। এই কয়েকদিনে ভারত ও এখানকার মানুষের আতিথেয়তায় আমরা অভিভূত।” এই শোকের আবহে তাঁরা ভারতের পাশে রয়েছেন বলে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জানান।

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা করে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সন্ত্রাসবাদ দমনে আমেরিকা ভারতের পাশে রয়েছে বলে বার্তা দিয়েছেন তিনি। সূত্রের খবর, ভারতের পাশে থাকার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সৌদি আরব সফর কাটছাঁট করে দিল্লি ফিরে এসেছেন তিনি। ষড়যন্ত্রী ছাড়া হবে না বলেও কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।