Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: ছাদ থেকে ঝুলছে যুবতী, বাঁচাতে হাত বাড়াচ্ছে যুবক…সত্যিটা জানলে রাগে গা রি রি করবে!

Viral Video: স্বামী নারায়ণ মন্দিরের ধার থেকে ঝুলছে এক যুবতী। মাটি থেকে ১০০ ফুট উচ্চতায় ঝুলছে যুবতী, তার হাত ধরে রয়েছে এক যুবক। একাধিক ক্যামেরা থেকে সেই ভিডিয়ো রেকর্ড করা হয়।

VIDEO: ছাদ থেকে ঝুলছে যুবতী, বাঁচাতে হাত বাড়াচ্ছে  যুবক...সত্যিটা জানলে রাগে গা রি রি করবে!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 21, 2024 | 9:00 AM

পুণে: বিল্ডিংয়ের ছাদের কোণা ধরে ঝুলছে যুবতী। একটা আঙুল ফসকালেই সব শেষ। যুবতীর প্রাণ বাঁচাতে দেবদূতের মতো হাত বাড়িয়ে দিচ্ছে এক যুবক। সোশ্য়াল মিডিয়া জুড়ে ভাইরাল এই ভিডিয়ো। অধিকাংশ মানুষই ভেবেছেন সত্যিই হয়তো ছাদ থেকে পড়ে যাচ্ছিল ওই যুবতী, কিন্তু নেপথ্যের কারণ জানতে পেরেই রাগে গা রি রি করে উঠল নেটিজেনদের।

স্পাইডারম্যানের দৃশ্যটা মনে আছে, নায়িকা পড়ে যাচ্ছেন উঁচু বিল্ডিং থেকে, তাঁকে বাঁচাতে পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্য়ান লাফিয়ে আসছেন। সেই দৃশ্যেরই হুবহু অনুকরণ করল এক যুগল। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় লাইক, শেয়ারের চক্করে। ভাইরাল এই ভিডিয়োকে ঘিরে তুমুল শোরগোল শুরু হয়েছে। জনপ্রিয়তার জন্য জীবনের ঝুঁকি নিতেও দু’বার ভাবছে না যুব প্রজন্ম, এই নিয়েও প্রশ্ন উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই রিলসে দেখা গিয়েছে, পুণের স্বামী নারায়ণ মন্দিরের ধার থেকে ঝুলছে এক যুবতী। মাটি থেকে ১০০ ফুট উচ্চতায় ঝুলছে যুবতী, তার হাত ধরে রয়েছে এক যুবক। একাধিক ক্যামেরা থেকে সেই ভিডিয়ো রেকর্ড করা হয়। কখনও নীচ থেকে, কখনও উপর থেকে, কখনও আবার মন্দিরের রেলিংয়ে ঝুঁকে ওই ভিডিয়ো রেকর্ড করা হয়। সবক’টি ভিডিয়োকে মিলিয়ে রিল পোস্ট করা হয় ইন্সটাগ্রামে।

এদিকে, এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন এই ভিডিয়ো দেখে। কীভাবে শুধুমাত্র লাইক, শেয়ারের চক্করে জীবনের ঝুঁকি নিচ্ছে, সেই প্রশ্নও তোলা হয়েছে। ওই যুগলের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন অনেকে। এখনও পর্যন্ত ওই যুবক-যুবতীর পরিচয় জানা যায়নি।