Sandip Ghosh: চারতলা বাড়ি তৈরিতেও মানেননি আইন? সন্দীপের এবার অট্টালিকায় সাঁটানো হল নোটিস

Sayanta Bhattacharya | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 27, 2024 | 7:48 PM

Sandip Ghosh: কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুরো বিষয়টা বোরোর নজরদারিতে আছে। বোরোর আধিকারিকরা বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলে নোটিস পাঠাচ্ছে।

Sandip Ghosh: চারতলা বাড়ি তৈরিতেও মানেননি আইন? সন্দীপের এবার অট্টালিকায় সাঁটানো হল নোটিস
সন্দীপ ঘোষের বাড়ি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: এবার আরও চাপে সন্দীপ ঘোষ। আরজি করের চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর একে একে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। একটি নয়, দুটি পৃথক মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। তিলোত্তমা খুন ও ধর্ষণ এবং দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। জেলে দিন কাটাচ্ছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এরই মধ্যে তাঁর বাড়ি নিয়েও উঠল অভিযোগ! সম্প্রতি তাঁর বেলেঘাটার চারতলা বাড়িতে নোটিস লাগিয়ে দিয়ে এসেছেন পুর আধিকারিকরা।

অভিযোগ, বাড়ির বেশ কিছুটা অংশ বেআইনিভাবে বাড়িয়ে নিয়েছেন সন্দীপ ঘোষ। শুধু তাই নয়, বেআইনিভাবে তৈরিও করেছেন বাড়ির কিছু অংশ। সেই অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখতে গিয়েছিলেন পুরসভার আধিকারিকরা। সূত্রের খবর, অভিযোগের সারবত্তা খুঁজে পাওয়াতেই ওই নোটিস লাগিয়ে দিয়ে আসা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর সন্দীপ ঘোষের পরিবারের কোনও সদস্যকে পুরনিগমে গিয়ে এই বেআইনি নির্মাণ নিয়ে জবাব দিয়ে আসতে হবে।

কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুরো বিষয়টা বোরোর নজরদারিতে আছে। বোরোর আধিকারিকরা বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলে নোটিস পাঠাচ্ছে। এ ক্ষেত্রে অভিযোগ উঠেছে বলেই এই নোটিস দেওয়া হয়েছে।

তবে এই একটি নয়, সন্দীপ ঘোষের একাধিক ঠিকানা রয়েছে। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করতে গিয়ে দেখেছে, ক্যানিং-এ রয়েছে সন্দীপ ঘোষের একটি বাগানবাড়ি, এছাড়াও তাঁর নামে রয়েছে ফ্ল্যাট।

Next Article