Baruni Mela: ঠাকুরনগরে এক হয়ে গেলেন মমতা-শান্তনু, কীভাবে দেখছে বিজেপি
Baruni Mela: আজ, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে বারুণী মেলা। তার আগে বুধবার থেকেই দেখা গিয়েছে সৌজন্যের ছবি। মমতাবালার পা ছুঁয়ে প্রণাম করেছেন বিজেপি বিধায়ক।

কলকাতা: গত কয়েক বছরে মতুয়াদের ঘিরে বাংলায় প্রকট হয়েছে রাজনীতি। বিশেষত বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ও তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের হাত ধরে ঠাকুরবাড়ির অন্দরমহলে যে বিভেদ তৈরি হয়েছিল, তা সবাই দেখেছেন। তবে বুধবার ঠাকুরনগরে দেখা গিয়েছে এক অন্য ছবি। সৌজন্যের ছবি।
ঠাকুরবাড়ি তথা মতুয়া মহাসঙ্ঘ নিয়ে হওয়া মামলায় হেরে গিয়েছেন শান্তনু ঠাকুর। বারুণী মেলা পরিচালনার দায়িত্ব পেয়েছেন মমতাবালা। সেই রায় সামনে আসার পর শান্তনু বলেন, “আমার বোধোদয় হয়েছে। আমি নিজেকে ধন্য়বাদ জানাতে চাই।” আজ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সেই বারুণী মেলা। এই সৌজন্য সামনে আসার পর বিজেপি বলছে, ভক্তদের গায়ে আঁচ লাগতে দিতে চায় না তারা।
শুধু শান্তনু-মমতাবালার সৌজন্যই নয়, বুধবার বিকেলে ঠাকুরবাড়িতে আরও এক সৌজন্যের ছবি দেখা গিয়েছে। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার ঠাকুরবাড়িতে গিয়ে সোজা মমতাবালার পা ছুঁয়ে প্রণাম করেন। তিনি বলেন, মতুয়া সম্প্রদায় রাজনীতির উর্ধ্বে। অতীতে যা হয়েছে তা ভুলে যান। এমনকী বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন, মমতাবালা সামনে এলে তাঁরও শ্রদ্ধায় মাথানত হয়ে যাবে।
এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, “এটা একটা ধর্মীয় সম্প্রদায়ের ব্যাপার। অনেক ক্ষেত্রেই পারিবারিক ব্যাপার চলে আসে। অনুকূল ঠাকুরের পরিবারেও সমস্যা রয়েছে। তবে আমরা চাই না ভক্তদের উপর এর কোনও প্রভাব পড়ুক।”





