AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: প্রয়াত নারায়ণ দেবনাথের হাঁদা-ভোঁদাদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

High Court on Narayan Debnath Work: এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রকাশনা সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপায় নিম্ন আদালত। সাফ জানিয়ে দেয়, আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াত নারায়ণ দেবনাথের কোনও সাহিত্য বা শিল্পকর্ম ছাপানো, প্রকাশ করা বা বিক্রি করা যাবে না। বইমেলার ঠিক আগে এই নির্দেশ পেয়ে মাথায় হাত পড়ে প্রকাশনা সংস্থার কর্তৃপক্ষের।

Calcutta High Court: প্রয়াত নারায়ণ দেবনাথের হাঁদা-ভোঁদাদের নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্টImage Credit: সংগৃহিত (Social Media)
| Updated on: Jan 24, 2026 | 10:49 PM
Share

কলকাতা: হলুদ হয়েছে পাতা। যেখান থেকে উঁকি মারে হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে, কেল্টু আর বাঁটুলরা। সৃষ্টিকর্তা নেই, রয়ে গিয়েছে তাঁর সৃষ্টিরা। কিন্তু সেই সৃষ্টি নিয়ে জল গড়াল আদালতে। বাংলা চিত্রকাহিনী বা কমিকসের প্রাণপুরুষ প্রয়াত নারায়ণ দেবনাথের কাজ নিয়ে হাইকোর্টে চলল শুনানি। মামলা দায়ের করেছিল তাঁরই পরিবার। কিন্তু কেন?

আইনের খবর পরিবেশনকারী সংবাদমাধ্যম ‘লাইভ ল’-এর প্রতিবেদন অনুযায়ী, কলকাতার এক নামী প্রকাশনী সংস্থার সঙ্গেই তৈরি হয় কপিরাইট জনিত বিবাদ। নারায়ণ দেবনাথের প্রয়াণের পর তাঁর উত্তরাধিকার হিসাবে স্ত্রী ও পুত্র নিম্ন আদালতে একটি বাণিজ্যিক মামলা দায়ের করেন। তাঁদের অভিযোগ, ২০১২ সালে একটি চুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাকে নারায়ণ দেবনাথের সৃষ্ট কমিকসগুলি প্রকাশনা ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই চুক্তির মেয়াদ ছিল দু’বছর। যা ফুরিয়ে যাওয়ার পড়েও সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থা নারায়ণ দেবনাথের সৃষ্টিগুলিকে নিজেদের বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করেছিল। যা কপিরাইট আইনের লঙ্ঘন।

এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রকাশনা সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপায় নিম্ন আদালত। সাফ জানিয়ে দেয়, আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াত নারায়ণ দেবনাথের কোনও সাহিত্য বা শিল্পকর্ম ছাপানো, প্রকাশ করা বা বিক্রি করা যাবে না। বইমেলার ঠিক আগে এই নির্দেশ পেয়ে মাথায় হাত পড়ে প্রকাশনা সংস্থার কর্তৃপক্ষের। হাইকোর্টের কাছে দ্বারস্থ হয় তাঁরা। পাল্টা কলকাতা হাইকোর্ট সেই নিম্ন আদালতের নির্দেশকেই বহাল রাখে।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্য়সাচী ভট্টাচার্য এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চে চলছিল এই মামলার শুনানি। লাইভ ল-এর প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থা এজলাসে মোট তিনটি যুক্তিকে আধার করে। প্রথম সময়জ্ঞান, তাঁদের দাবি, আন্তর্জাতিক বইমেলা শুরুর আগে এই নিষেধাজ্ঞা তাঁদেরকে এক ভয়াবহ ব্যবসায়িক ক্ষতির দিকে ঠেলে দেব। দ্বিতীয়, পরিবার এই মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা জেনেও, কোনও প্রতিবাদ করেনি। কিন্তু বইমেলার ঠিক আগে কার্যত উদ্দেশ্যপ্রণোদিত। তৃতীয়, উইলের চূড়ান্ত প্রোবেট পাওয়ার আগেই এই মামলা তাঁরা করতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলে সংশ্লিষ্ট সংস্থার সওয়ালকারী।

পাল্টা ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘বিচারকের নির্দেশের পর এই মামলায় বিকল্প কোনও নির্দেশ দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না।’ প্রকাশনা সংস্থার সমস্ত দাবি খারিজ করে হাইকোর্টের আরও পর্যবেক্ষণ –

  • উইলের চূড়ান্তে প্রোবেট পাওয়ার আগেই সম্পত্তির সুরক্ষার স্বার্থে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে।
  • কপিরাইট লঙ্ঘন নিরবিচ্চিন্ন অপরাধ। তাই আগে কেন মামলা করা হয়নি—এই যুক্তি প্রযোজ্য নয়।
  • হাইকোর্ট মনে করে, নিম্ন আদালত সমস্ত তথ্য যাচাই করেই ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছিল।

'অবিলম্বে আমিষ ফেরান', তীব্র নিন্দা কুণাল ঘোষের
'অবিলম্বে আমিষ ফেরান', তীব্র নিন্দা কুণাল ঘোষের
দেখুন কী অবস্থা! ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল ১৫ ফুট রেললাইন
দেখুন কী অবস্থা! ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল ১৫ ফুট রেললাইন
মতাদর্শ না মিললেও হুমায়ুনের সঙ্গে 'জোট' বাঁধতে রাজি বামেরা, কেন?
মতাদর্শ না মিললেও হুমায়ুনের সঙ্গে 'জোট' বাঁধতে রাজি বামেরা, কেন?
'লজিক্যাল ডিসক্রিপেন্সি'-র তালিকা কি প্রকাশ হবে? সামনে এল বড় 'বাধা'
'লজিক্যাল ডিসক্রিপেন্সি'-র তালিকা কি প্রকাশ হবে? সামনে এল বড় 'বাধা'
SIR-র শেষ পর্যায়ে হঠাৎ ইআরও ও এইআরও-দের কড়া বার্তা কমিশনের, কী বলল?
SIR-র শেষ পর্যায়ে হঠাৎ ইআরও ও এইআরও-দের কড়া বার্তা কমিশনের, কী বলল?
'মাছবাজার নাকি?' হঠাৎ কেন বললেন শুভেন্দু?
'মাছবাজার নাকি?' হঠাৎ কেন বললেন শুভেন্দু?
এবার শুভেন্দুর মুখে 'খেলা হবে' স্লোগান, কোন খেলা হবে নন্দীগ্রামে?
এবার শুভেন্দুর মুখে 'খেলা হবে' স্লোগান, কোন খেলা হবে নন্দীগ্রামে?
বাংলা নয়, এই রাজ্যে বাঙালিরা নিরাপদে আছেন: বাংলার জামাই নাড্ডা
বাংলা নয়, এই রাজ্যে বাঙালিরা নিরাপদে আছেন: বাংলার জামাই নাড্ডা
শাসক বিধায়ক মনিরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে প্রশাসন? উঠছে প্রশ্ন
শাসক বিধায়ক মনিরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে প্রশাসন? উঠছে প্রশ্ন
উল্টোডাঙা থেকে বাইপাসের দিকে যাওয়ার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনা
উল্টোডাঙা থেকে বাইপাসের দিকে যাওয়ার পথেই ভয়ঙ্কর দুর্ঘটনা