Cut in Power Funds in Bengal: অভিষেকের প্রশ্ন, কেন্দ্রের উত্তর! বিদ্যুৎ বরাদ্দেও ‘অন্ধকার’ দেখছে তৃণমূল
Parliament Winter Session: বলে রাখা প্রয়োজন, ২০২১ সালে প্রতিটি রাজ্যে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখার জন্য় আরডিএসএস তহবিল শুরু করে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। রাজ্য যাতে অল্প টাকায় বিদ্যুৎ প্রদান করতে পারে, সেই প্রসঙ্গকে মাথায় রেখে বাড়তি গুরুত্ব দেওয়া হয় এই খাতে। নজর দেওয়া হয়, রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলির ক্ষতির পরিমাণ কমানোর দিকেও।

নয়াদিল্লি: বাংলার জন্য কমছে বিদ্যুৎ তহবিলের প্রাপ্যের পরিমাণও। বরাদ্দ টাকা ছাড়ছে না কেন্দ্র। ফের একবার বকেয়া ইস্য়ুকে সামনে রেখে মোদী সরকারের বিরুদ্ধে ‘বিমাতৃসুলভ’ আচরণের অভিযোগ তুলল রাজ্য়ের শাসকশিবির। খাতায়-কলমে তুলে ধরল তথ্যও।
সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। তাতেই রাজ্য়ের জন্য বরাদ্দ বিদ্যুৎ তহবিলের খতিয়ান চেয়েছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি বরাদ্দকৃত পরিবর্তিত বিতরণ খাত প্রকল্প বা আরডিএসএস তহবিল থেকে রাজ্যের হাতে কতটা প্রাপ্য তুলে দিয়েছে কেন্দ্র, সেই প্রশ্ন করেন তিনি। পাশাপাশি, দেখতে চান অন্য রাজ্য়ের খতিয়ানও। অভিষেকের প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রীপদ নায়ক। তুলে ধরেছেন সমস্ত খতিয়ান।
বলে রাখা প্রয়োজন, ২০২১ সালে প্রতিটি রাজ্যে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখার জন্য় আরডিএসএস তহবিল শুরু করে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক। রাজ্য যাতে অল্প টাকায় বিদ্যুৎ প্রদান করতে পারে, সেই প্রসঙ্গকে মাথায় রেখে বাড়তি গুরুত্ব দেওয়া হয় এই খাতে। নজর দেওয়া হয়, রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলির ক্ষতির পরিমাণ কমানোর দিকেও। সেই সূত্র ধরেই বাংলাতেও আসে আরডিএসএস তহবিলের টাকা। তবে তৃণমূলের অভিযোগ, সাম্প্রতিক বছরে প্রাপ্য টাকা পাঠানোর পরিমাণ কমিয়েছে কেন্দ্র।
অভিষেকের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাংলার জন্য এই খাতে বরাদ্দ রয়েছে মোট ৬ হাজার ৪২৩ কোটি টাকা। যার মধ্য়ে ২০২৩-২৪ অর্থবর্ষে দেওয়া হয়েছে ২২১ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে পাঠানো হয়েছে ৬০১ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে নভেম্বর মাস পর্যন্ত পাঠানো হয়েছে ৪৯ কোটি টাকা।
তৃণমূলের অভিযোগ, একশ দিন-সহ অন্য়ান্য প্রকল্পের মতোই এবার বাংলার ক্ষেত্রে আরডিএসএস প্রকল্পেও একই ‘নীতি’ নিয়েছে কেন্দ্র। ‘ভরাচ্ছে’ বিজেপি শাসিত রাজ্যগুলিকে। কেন্দ্র প্রদত্ত তথ্য অনুযায়ী, এই তিন অর্থবর্ষে ছত্তীসগঢ় পেয়েছে ১৭৮ কোটি টাকা, ৩০৪ কোটি টাকা এবং ৩৮২ কোটি টাকা। সবচেয়ে বেশি পেয়েছে মধ্য প্রদেশ। আরডিএসএস তহবিল থেকে চলতি বছরে তাঁদের প্রাপ্যের পরিমাণ ১ হাজার ২৩৫ কোটি টাকা।
