West Bengal Assembly Election 2021: দেশ বিক্রি রুখতে আমরা এক হয়েছি: দেবলীনা হেমব্রম

sreejayee das

|

Updated on: Mar 01, 2021 | 4:28 PM

আমাদের ছাত্র যুবদের পিটিয়ে মারা হয়েছে। গণতন্ত্র ফেরাতে হবে। আমাদেরকে টোপ খাওয়াচ্ছে। ভেক করছে বিজেপি তৃণমূল।

দেশ বিক্রির বিরুদ্ধে আমরা এক হয়েছি। আমরা একসঙ্গে লড়াই করব। মঞ্চে বললেন দেবলীনা হেমব্রম। তিনি বলেন, “যারা সোনার বাংলা তৈরির কথা বলছে তারা বিজেপি থেকে তৃণমূল আর তৃণমূল থেকে বিজেপি করছে। ভোট আসছে বলে মানুষের কাছে যাচ্ছে। কারণ কাটমানি খাবে। ওরা ভুল বোঝাবে আর আমরা বুঝব না। ধর্মের নামে নয়, জাতি ধর্ম নির্বিশেষে লড়াই করব। আমাদের যা দরকার, অন্যান্য মানুষেরও তাই দরকার। আমাদের ছাত্র যুবদের পিটিয়ে মারা হয়েছে। গণতন্ত্র ফেরাতে হবে। আমাদেরকে টোপ খাওয়াচ্ছে। ভেক করছে বিজেপি তৃণমূল। আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের সতর্ক হতে হবে। আমাদের এলাকাতে পদ্মফুল ফুটতে দেওয়া যাবে না।”

 

Published on: Feb 28, 2021 05:36 PM