EXPLAINED: বাংলার SIR-এ ১ কোটি নাম কি বাদ যাবে?
SIR in Bengal: শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, 'নাম বাদ যাবেই। আরও দু মাস ধরে লিস্ট তৈরি হবে। এখনও অনেক কাজ বাকি।' ১০০ শতাংশ নাম ডিজিটাইজড হয়ে যাওয়ার পর খসড়া তালিকা প্রকাশ হবে। সেই তালিকায় যাদের নাম থাকবে না, তাদের শুনানিতে ডাকা হবে। শুনানিতে ডাকার পর প্রয়োজনীয় নথি জমা দিতে হবে, কিছু প্রশ্নের উত্তর দিতে হবে।

শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিরোধী দলের নেতারা বারবার বলেছেন, এসআইআর হলে বাংলায় ১ কোটি নাম বাদ যাবে। সেই এসআইআর-এর ফর্ম জমা নেওয়া ও ডিজিটাইজেশনের কাজ প্রায় শেষের পথে। এখন প্রশ্ন হল, রাজ্য জুড়ে চলা এসআইআর প্রক্রিয়া শেষে বাদের খাতায় নির্বাচন কমিশন কি আট অঙ্কের সংখ্যায় পৌঁছতে পারবে? কী ইঙ্গিত মিলছে? গত প্রায় এক মাস ধরে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে। অনেকেই এতদিনে ফর্ম জমা করে ফেলেছেন। আতঙ্কও কেটেছে অনেকটাই। এসআইআর-এর জন্য বেশ কয়েকজনের প্রাণও গিয়েছে বলে অভিযোগ শাসক দলের। মিটিং-মিছিল, ক্ষোভ-বিক্ষোভ অনেক হয়েছে। এবার রেজাল্ট বেরনোর পালা। এবার রাজনৈতিক দলগুলোর হিসেব কষার পালা শুরু। কত নাম বাদ যাবে? তাতে কার কী লাভ হবে? কী কী কারণে নাম বাদ যেতে পারে? প্রথমত, ভোটারের মৃত্যু হয়ে থাকলে বাদ যাবে নাম। দ্বিতীয়ত, স্থানান্তরিত হলে নাম বাদ যাবে। তৃতীয়ত, বৈধ নথি দেখাতে না পারলে নাম বাদ যাবে। চতুর্থত, ডুপ্লিকেট ভোটার অর্থাৎ যাদের নাম দু জায়গায় রয়েছে, তাদের নামও এসআইআর-এ বাদ পড়বে। বাংলায় এই প্রক্রিয়া শুরু হওয়ার পর...
