SBSTC Bus: এয়ারপোর্টের কাছে আসতেই বারাসত-গড়িয়া রুটের সরকারি বাসে আগুন, তুমুল চিৎকার যাত্রীদের, তারপর…

SBSTC Bus: জানা গিয়ে, রবিবার সকালে SBSTC বারাসত-গড়িয়া রুটের চলন্ত বাসে আগুন লাগে। বাসটি কলকাতা মুখি লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিং-এর সামনে আসতেই হঠাৎ করেই শর্ট-সার্কিট হয়ে যায়।

SBSTC Bus: এয়ারপোর্টের কাছে আসতেই বারাসত-গড়িয়া রুটের সরকারি বাসে আগুন, তুমুল চিৎকার যাত্রীদের, তারপর...
বাসে আগুনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 10, 2025 | 12:35 PM

কলকাতা: আর একটু হলেই হয়ত ঘটে যেত বড়সড় দুর্ঘটনা। তবে অল্পের জন্য পেল রক্ষা। চলন্ত সরকারি বাসে আচমকা লেগে গেল আগুন। আতঙ্কে যাত্রীরা। প্রাণ বাঁচাতে রীতিমতো হুড়োহুড়ি। ঘটনাটি ঘটেছে বিমানবন্দর এলাকায়।

জানা গিয়ে, রবিবার সকালে SBSTC বারাসত-গড়িয়া রুটের চলন্ত বাসে আগুন লাগে। বাসটি কলকাতা মুখি লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিং-এর সামনে আসতেই হঠাৎ করেই শর্ট-সার্কিট হয়ে যায়। মুহূর্তেই সেই আগুন কার্যত ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে,বাসটির ভিতরে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী ছিলেন। আগুন লাগার খবর জানতে পেরেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা। নামিয়ে আনা হয় যাত্রীদেরও। জানা যাচ্ছে, তাড়াহুড়ো করে নামতে গিয়ে দুজন যাত্রী আহত হয়েছেন। তবে হতাহতের কোনও খবর নেই।

বাসে আগুন লাগার ঘটনা নতুন কিছু নয়। এর আগেও পাইকপাড়ায় একটি এসি বাসে আগুন লেগে গিয়েছিল। সেই সময় শর্ট-সার্কিট থেকে তখন আগুন লাগার ঘটনা ঘটেছিল। জানা গিয়েছে, বাসটি বেলঘরিয়া থেকে বেরিয়ে বিটি রোড ধরে যাচ্ছিল। তারপর পাইকপাড়া মোড়ের কাছে এসি বাসটিতে আচমকা ধোঁয়া বেরতে দেখা যায়। সেই সময় বাসে ছিলেন অনেকেই। ধোঁয়া দেখতে পেয়েই শোরগোল শুরু করেন যাত্রীরা। তড়িঘড়ি নামতে গিয়ে আহত হন অনেকে।