SIR in Bengal: কত এনুমারেশন ফর্ম বিলি করা হল? কী বলছে কমিশনের তথ্য?

| Edited By: জয়দীপ দাস

Nov 05, 2025 | 5:39 PM

Enumeration Forms: ট্রেনিং শেষে মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন বিএলও-রা। ওইদিনের তথ্য বলছে বিকাল ৪টে পর্যন্ত ১৬ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়েছিল রাজ্যে। যা আশাব্যঞ্জক বলেই মনে করেছে নির্বাচন কমিশন।

কলকাতা: ট্রেনিং শেষে মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন বিএলও-রা। ওইদিনের তথ্য বলছে বিকাল ৪টে পর্যন্ত ১৬ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়েছিল রাজ্যে। যা আশাব্যঞ্জক বলেই মনে করেছে নির্বাচন কমিশন। শুরুতে যদিও দেখা যায় শিলিগুড়ির বেশ কিছু জায়গায় ও মুর্শিদাবাদের কিছু জায়গায় ফর্ম এসে পৌঁছায়নি। বিকেল মধ্যেই দেখা যায় ১৬ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করা সম্ভব হয়েছে। আগীমী আরও ২৯ দিন এই ফর্ম বিলির কাজ চলবে। বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা। 

Published on: Nov 05, 2025 04:55 PM