Messi Tour: ‘মাঠে পরিবার নিয়ে ঢুকেছেন কেন! ছবিও আছে’, বড় প্রশ্ন কুণাল ঘোষের
Kunal Ghosh: ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তদন্ত কমিটির সুপারিশে শোকজ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতি চেয়েছেন অরূপ বিশ্বাস। সেই আবেদনে সম্মতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের অন্দরে রীতিমতো বার্তা দেওয়া হয়েছে।
‘প্রথমে নিরাপত্তারক্ষী দিয়ে মেসিকে ঘিরে দাও! এটাই ছিল পরিকল্পনা, যাতে ভোটের আগে কলকাতাকে কালিমালিপ্ত করা যায়।’ এমন প্রশ্নই তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মেসি-কাণ্ডের তরজা এখনও থামছে না। এই পরিস্থিতিতে এবার পাল্টা প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। তাঁর দাবি, পরিবার নিয়ে মাঠে ঢুকেছিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। সেই ছবিও আছে বলে দাবি করেছেন কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, অশোক দিন্দাও কি টাকা দিয়ে ঢুকেছিলেন? হায়দরাবাদে কোনও নিরাপত্তারক্ষী কেন ছিল না মেসির পাশে? প্রশ্ন কুণাল ঘোষের।

