Kunal Ghosh: ‘একটা বিরাট ষড়যন্ত্র থাকতে পারে’, যুবভারতীর ঘটনা নিয়ে ফের সন্দেহ কুণালের
Kolkata: প্রসঙ্গত, গত শনিবার যুবভারতীতে মেসিকে দেখতে না পেয়ে একাংশ দর্শক ক্ষোভ উগরে দিয়েছিলেন। রাগের বশে মাঠের ভিতরে ঢুকে পড়েন একাংশ ক্ষিপ্ত জনতা। ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি। সেই নিয়ে নেতা-মন্ত্রীদের উপরও বিস্তর ক্ষোভ উগরে দেন তাঁরা। সেই সময়ই কুণাল ঘোষ দুঃখপ্রকাশ করেছিলেন। হতাশ হয়েছিলেন।

কলকাতা: যুবভারতী-কাণ্ডে আরও একবার ষড়যন্ত্রের গন্ধ পেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এর আগেও তিনি প্রশ্ন তুলেছিলেন এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র নেই তো? আরও একবার সেই একই প্রসঙ্গ তুললেন কুণাল ঘোষ। মঙ্গলবারও বললেন, “যুবভারতীর ঘটনায় একটা বিরাট ষড়যন্ত্র থাকতে পারে।”
সাংবাদিক বৈঠক থেকে এ দিন কুণাল ঘোষ সন্দেহ প্রকাশ করে বলেন, “আপনি কলকাতায় দেখলেন কেন্দ্রীয় বাহিনী ও বেসরকারি আয়োজকদের নিরাপত্তারক্ষীরা ভিমরুলের চাকের মতো মেসিকে ঘিরে ধরল। অথচ হায়দরাবাদ, মুম্বই আর দিল্লিতে তারা নেই। দর্শকরা দেখতে পাচ্ছেন। তাহলে কি এটা কোনও প্লট ছিল যে দর্শকদের বাধা দিয়ে উত্তেজনা তৈরি করো, আর নিজেদের লোক ঢুকিয়ে গণ্ডগোল করো। আর ফুটবলপ্রেমীদের আঘাত লেগেছেই। একটা বৃহত্তর ষড়যন্ত্র থাকার সম্ভাবনা থাকা সত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করলেন।”
প্রসঙ্গত, গত শনিবার যুবভারতীতে মেসিকে দেখতে না পেয়ে একাংশ দর্শক ক্ষোভ উগরে দিয়েছিলেন। রাগের বশে মাঠের ভিতরে ঢুকে পড়েন একাংশ ক্ষিপ্ত জনতা। ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি। সেই নিয়ে নেতা-মন্ত্রীদের উপরও বিস্তর ক্ষোভ উগরে দেন তাঁরা। সেই সময়ই কুণাল ঘোষ দুঃখপ্রকাশ করেছিলেন। হতাশ হয়েছিলেন। তিনি একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছিলেন, ‘কলকাতা পারল না’। এমনকী, ‘এত হ্যাংলামীর কি প্রয়োজন ছিল’ বলেও প্রশ্ন তোলেন। এরপর যদিও কুণাল সন্দেহ প্রকাশ করতে শুরু করেন। তার অনুমান কেউ ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটায়নি তো? আজও সেই একই বিষয়ে সওয়াল করলেন তৃণমূল নেতা।
