AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা পরিস্থিতি মোকাবিলায় টাস্ক ফোর্স নবান্নের

মুখ্য সচিব (Chief Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছ'জনকে নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় টাস্ক ফোর্স নবান্নের
| Updated on: Apr 23, 2021 | 12:00 PM
Share

কলকাতা: মুখ্যসচিবের নেতৃত্বে অ্যাপেক্স টাস্ক ফোর্স গড়ল রাজ্য। কোভিড মোকাবিলায় এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছ’জনকে নিয়ে এই টাস্ক ফোর্স। কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, অর্থ দফতরের সচিব, স্বাস্থ্য দফতরের সচিব, পঞ্চায়েত দফতরের সচিব ও হোম অ্যান্ড প্লানিং দফতরের সচিব রয়েছেন‌ টাস্ক ফোর্সে।

এই অ্যাপেক্স টাস্ক ফোর্স মূলত জেলার যে সমস্ত কোভিড অবজারভার রয়েছেন তাঁদের সঙ্গে যোগাযোগ রাখবে। এই টাস্ক ফোর্সকে সাহায্য করার জন্য আরও একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র সচিবকে মাথায় রেখে সেই টাস্ক ফোর্স গঠিত হয়েছে। সেখানে ছ’জন শীর্ষ আইএস অফিসারও রয়েছেন। মূলত অ্যাপেক্স টাস্ক ফোর্সকে সবরকমভাবে সাহায্য করাই এই টাস্ক ফোর্সের কাজ হবে।

আরও পড়ুন: ভোটের আগে বোমাবাজি হরিরামপুরে, জখম চারজন

ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে বাংলার করোনা পরিস্থিতি। গত কয়েকদিনে ভোট, ভোটপ্রচার, মিটিং-মিছিল সেই বিপদে ঘি ঢালার কাজ করে চলেছে অনবরত। প্রতিদিনই সংক্রমণ রেকর্ড ভাঙছে। বৃহস্পতিবার সরকারিভাবে জানানো হয়েছে, একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের। বেলাগাম এই সংক্রমণ ঠেকাতে এবার নতুন করে টাস্ক ফোর্স গড়ল নবান্ন।