SSC Job Seekers: চা তৈরি থেকে বৌকে দিয়ে ঘুগনি বিক্রি করতে বলেছিলেন মমতা, চাকরিপ্রার্থীরা ধর্মতলায় কী বিক্রি করলেন দেখুন শুধু
মমতা বলেছেন, "যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো। নয় বৌকে দিয়ে ঘুগনি তৈরি করো। বাসস্ট্যান্ডে দাঁড়াও।" এ দিকে, গতকালই চাকরি প্রার্থীরা চা বিলোতে দেখা গিয়েছেন। সিঙারা-মুড়ি বিক্রি করতে।
শিল্প নিয়ে একটি সভা হয়েছে বুধবার। হাজার-হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে সেখানে। একদিন আগে ছিল ব্যবসায়িক সম্মেলন। নেতাজির ইন্ডোর স্টেডিয়ামে ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন চা ঘুগনি বিক্রির। মমতা বলেছেন, “যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেনো। নয় বৌকে দিয়ে ঘুগনি তৈরি করো। বাসস্ট্যান্ডে দাঁড়াও।” এ দিকে, গতকালই চাকরি প্রার্থীরা চা বিলোতে দেখা গিয়েছেন। সিঙারা-মুড়ি বিক্রি করতে।
