Sajal Ghosh on SIR: ‘মনে হচ্ছে নির্বাচনে তৃণমূল আর এজেন্ট দিতে পারবে না’, কেন বললেন সজল ঘোষ?
Sajal Ghosh: চলছে তোপ, পাল্টা তোপের খেলা। সুর চড়াচ্ছে তৃণমূল, পাল্টা সুর চড়াচ্ছে বিজেপিও। এরইমধ্যে এবার শাসকদলকে তীব্র খোঁচা বিজেপি নেতা সজল ঘোষের। তোপের পর তোপ দেগে বললেন, “যেভাবে পলায়ন শুরু হয়েছে তা দেখে মনে হচ্ছে নির্বাচনে তৃণমূল আর এজেন্ট দিতে পারবে না।”
কলকাতা: এসআইআর শুরু হতেই ক্রমেই তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতির আঙিনা। চলছে তোপ, পাল্টা তোপের খেলা। সুর চড়াচ্ছে তৃণমূল, পাল্টা সুর চড়াচ্ছে বিজেপিও। এরইমধ্যে এবার শাসকদলকে তীব্র খোঁচা বিজেপি নেতা সজল ঘোষের। তীব্র আক্রমণ করে বললেন, “যেভাবে পলায়ন শুরু হয়েছে তা দেখে মনে হচ্ছে নির্বাচনে তৃণমূল আর এজেন্ট দিতে পারবে না। যেভাবে বলছে কাজের মাসি পাওয়া যাচ্ছে না, যেভাবে বলছে যাঁরা বালতি বিক্রি করছে তাঁরা হাওয়া হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় সহজিওয়ালা, মাছওয়ালারা যেভাবে হাওয়া হয়ে যাচ্ছে এটা তো সেকু-মাকুদের জন্য খুব যন্ত্রণার।”