AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মানি ব্যাগে ভুলেও রাখবেন না এসব, না হলেই হবে অর্থনাশ!

জ্যোতিষারা বলছেন, মানি ব্যাগ যদি পরিষ্কার, পরিচ্ছন্ন না থাকে, তাহলে লক্ষ্মীদেবী সহায় হয় না। তাই মানি ব্যাগে ভুলেও রাখবেন না এসব জিনিস।

মানি ব্যাগে ভুলেও রাখবেন না এসব, না হলেই হবে অর্থনাশ!
| Updated on: Jul 03, 2025 | 5:30 PM
Share

অনেকেই আমরা মানি ব্য়াগে এমন কিছু রাখি, যার ব্য়বহার রোজ হয় না। কিছু না ভেবেই তা ব্যাগের মধ্যে দিই। তা দিনের পর দিন একইভাবে পড়ে থাকে। জ্যোতিষারা বলছেন, মানি ব্যাগ যদি পরিষ্কার, পরিচ্ছন্ন না থাকে, তাহলে লক্ষ্মীদেবী সহায় হয় না। তাই মানি ব্যাগে ভুলেও রাখবেন না এসব জিনিস।

মানি ব্যাগে যেন না থাকে ছেঁড়া টাকার নোট। টাকা মানে লক্ষ্মীর দান। সুতরাং ছেঁড়া নোট মানিব্যাগে রাখলে ধনদেবী রুষ্ট হন। এতে আর্থিক ক্ষতি হতে পারে।

পুরনো ছবিও মানিব্যাগে রাখা উচিত নয়। অতীত মানেই পিছু টান। মনে করা হয়, এতে উন্নতির পথে বাধার সৃষ্টি হয়। জীবনে নানা অশান্তি লেগে থাকে।

মানিব্যাগের ভিতরে বাজেভাবে কাগজ রাখবেন না। এতে ব্যগটি অপরিষ্কার তো হয়ই পাশাপাশি অর্থের অপচয়ও হয়। কখনই বেশি সঞ্চয় করতে পারবেন না।