ঘন ঘন ওয়েট টিস্যু ব্যবহার করছেন? অজান্তে বিপদ ডাকছেন না তো!
গরম থেকে স্বস্তি পেতে অনেকেই ঘন ঘন ওয়েট টিস্যু ব্যবহার করে থাকেন। তবে এর ফলে সাময়িক স্বস্তি পেলেও, এই ওয়েট টিস্যুর বেশি ব্যবহার করাটা কিন্তু মোটেই উচিত নয়।

গরম থেকে স্বস্তি পেতে অনেকেই ঘন ঘন ওয়েট টিস্যু ব্যবহার করে থাকেন। তবে এর ফলে সাময়িক স্বস্তি পেলেও, এই ওয়েট টিস্যুর বেশি ব্যবহার করাটা কিন্তু মোটেই উচিত নয়। উপকারের থেকে এতে অপকার বেশি হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্য়ালয়ের গবেষক জন কুক মিলসের গবেষণায় উঠে ওয়েট টিস্য়ু নিয়ে এমন কিছু তথ্য যা শুনলে চমকে উঠবেন। গবেষক জানিয়েছেন, ওয়েট টিস্যুতে রয়েছে সোডিয়াম লরিল সালফেট, যা কিনা স্পর্শকাতর ত্বকের জন্য খুবই ক্ষতিকর।
ওয়েট টিস্যুর মধ্যে থাকা আর রাসায়নিক মিথাইল ক্লোরিসেথিয়া জোলাইন বড়দের ত্বকের জন্যও ক্ষতিকর। গবেষকদের মতে ঘন ঘন ওয়েট ওয়াইপস ব্যবহার করলে এর প্লাস্টিক ও রাসায়নিক ধীরে ধীরে শরীরের নানা কোষে জমতে থাকে। ফলে ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে এই টিস্যু।
এই খবরটিও পড়ুন
অধিকাংশ ওয়াইপসে রয়েছে প্লাস্টিকের তন্তু যা প্রাকৃতিকভাবে পচনশীল নয় এমন পদার্থ রয়েছে। যা কিন্তু পরিবেশের জন্যই ক্ষতিকারক। এই ওয়েট টিস্যু মাটিতে যেহেতু মিলিয়ে যায় না, এতে পরিবেশ দূষিত হয়।





