
সারা বছর যাঁদের মোজার সঙ্গে সম্পর্ক থাকে না, শীতকালে তাঁদের পায়েও নজরে পড়ে মোজা। অনেকেই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য শীতে মোজা পরেন। শীতকালে পা ফাটার প্রবণতা দেখা যায়। তাই মোজা পরেন অনেক মানুষ। অনেকের আবার নিয়মিত মোজা পরার অভ্যেস রয়েছে। তাঁদের ক্ষেত্রে হঠাৎ করে শীতকালে সমস্যা হয় না। কিন্তু শীতকালে অনেকের মধ্যে একটি সমস্যা দেখা যায় জুতো-মোজা পরলে। অনেক সময় শীতকালে অনেকের পায়ে, মোজায় দুর্গন্ধ বের হয়। তা থেকে অনেকেই লজ্জার মুখে পড়েন। এই ধরুন, উইকএন্ডে বন্ধুদের সঙ্গে পার্টিতে গিয়েছেন। হঠাৎ করেই দেখলেন সকলে আপনার সামনে এলে নাক সিটকোচ্ছে। কেমন লাগবে? নিশ্চিতভাবে বিব্রত বোধ করবেন। বেশ কয়েকটি উপায়ে মোজা, জুতো, পা থেকে বের হওয়া দুর্গন্ধ বন্ধ করা যায়। মাত্র ১০ টাকা খরচ করলেও এই সমস্যার সমাধান পেতে পারেন। জানেন কীভাবে?
পা থেকে দুর্গন্ধ বের হওয়াতে চিকিৎসকদের ভাষায় ব্রোমোডোসিস বলে। মোজা পায়ে পায়ে ঘাম হলে তাতে ব্যাক্টেরিয়া মিশে তৈরি হয় খারাপ গন্ধ। এর জন্য বিশাল টাকা খরচ করতে হবে না। তা থেকে মুক্তির উপায় রয়েছে মাত্র ৩০ টাকাতেই।
১) মোজা পরার আগে ভালো করে পা ধুয়ে নিতে হবে। তারপর পায়ে হালকা করে বেকিং সোডা মেখে নিলে দুর্গন্ধ বের হওয়া কমে যায়। বাজারে যে বেকিং সোডা কিনতে পাওয়া যায়, তার দাম ১০টাকার মতো। ফলে মাত্র ১০ টাকা খরচ করলেই লজ্জা এড়াতে পারবেন আপনি।
২) পায়ে অতিরিক্ত ঘাম হওয়ার ফলে বিকট গন্ধ বেরোয়। ত্বকের যত্ন ও ঘামের গন্ধ থেকে বাঁচার জন্য সুতির মোজা ব্যবহার করতে পারেন। সিন্থেটিক মোজা পরলে পায়ে ঘাম বেশি হয়।
৩) খাদ্যতালিকাতে বদল আনলে পায়ে ঘামের সম্ভবনা কমে। খুব মশলাদার খাবার বিপাকক্রিয়াকে প্রভাবিত করে। বদহজম বা অম্লতা ঘন ঘন হলে তা ঘামের গন্ধ আরও বিশ্রী হয়।
৪) যদি আপনার চা-কফির নেশা থাকে. তা হলে সেটা এড়িয়ে চলুন। যে কোনও উত্তেজক পানীয় শরীরে হরমোন নিঃসরণ করতে সাহায্য করে। আর তাতে পরোক্ষ ভাবে হলেও স্নায়ু উত্তেজিত হয়। যার ফলে অত্যন্ত সহজেই ঘাম হয়।
৫) পা থেকে বেশি দুর্গন্ধ বেরোলে, মাঝে মাঝে জুতো রোদে দেওয়া প্রয়োজন। জুতোর ভিতরে আলো ও হাওয়া পৌঁছলে ক্ষতিকারক ব্যাক্টেরিয়ার জন্ম হওয়া কমে। তাতে ঘাম কম হয়।
৬) একই মোজা পর পর দু’দিন ব্যবহার করার অভ্যাস থাকলে অবিলম্বে তা ত্যাগ করুন। অনেকের মধ্যেই এই প্রবণতা দেখা যায়। এই বদভ্যাস ত্যাগ করলে মিলতে পারে পায়ে ঘামের গন্ধ থেকে রেহাই।
৭) মোজা পরলেই যাঁদের পা দরদর করে ঘামে, তাঁরা বাড়ি থেকে বেরনোর আগে ঈষদুষ্ণ জলে নুন দিয়ে পা ডুবিয়ে রাখতে পারেন। মিনিট পনেরো পর এই জল থেকে পা সরিয়ে ভালো করে মুছে মোজা পরতে পারেন। নুন ছত্রাক রোধ করতে পারে। ফলে পা ঘামার সমস্যা অনেকটা কমে যায়।
৮) সব সময় পা থেকেই গন্ধ বের হয় না। অনেক সময় জুতো থেকেও খারাপ গন্ধ বেরোয়। জুতো থেকে দুর্গন্ধ আসলে তার ভেতর কয়েকটি লবঙ্গ রাখলেও উপকার মেলে।