Sexual Problem: রোজ এক গ্লাস এই ফলের রস খেলেই কাটবে পুরুষদের বন্ধ্যাত্ব, চনমনে হবে সেক্স লাইফ?

Sexual Problem: দীর্ঘ দিন ধরে সমস্যায় ভুগলেও বহু পুরুষ সামাজিক এবং মানসিক নানা কুণ্ঠার কারণে যৌন সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যেতে চান না। তবে অনেকেই মনে করেন তাঁদের ক্ষেত্রে মুশকিল আসান হতে পারে কেবল ফলের রসই।

Sexual Problem: রোজ এক গ্লাস এই ফলের রস খেলেই কাটবে পুরুষদের বন্ধ্যাত্ব, চনমনে হবে সেক্স লাইফ?

Aug 10, 2024 | 3:18 PM

পুরুষের যৌনক্ষমতা হ্রাস পাওয়ার নানা কারণ থাকতে পারে। ক্লান্তিকর জীবনযাপন থেকে নানা ধরনের অসুখ অনেক কারণেই খারাপ প্রভাব পড়তে পারে পুরুষের যৌনক্ষমতার উপরে। এমনকি নিয়মিত মদ্যপান করা, অতিরিক্ত ধূমপান করার ফলেও বন্ধ্যাত্বের স্বীকার হতে পারে পুরুষেরা।

তবে দীর্ঘ দিন ধরে সমস্যায় ভুগলেও বহু পুরুষ সামাজিক এবং মানসিক নানা কুণ্ঠার কারণে যৌন সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যেতে চান না। তবে অনেকেই মনে করেন তাঁদের ক্ষেত্রে মুশকিল আসান হতে পারে কেবল ফলের রসই।

এই ক্ষেত্রে বেদানার রস খান অনেকেই। বেদানায় রয়েছে প্রচুর পুষ্টিগুণ। শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে খুব কার্যকরী এই ফলের রস। রক্তাল্পতায় ভুগলে, নিয়মিত বেদানা খেতে পারেন।

পুরুষের বন্ধ্যাত্ব কাটাতেও কাজে আসতে পারে এই ফলের রস। পুরুষদের ক্ষেত্রে যদি বন্ধ্যাত্বের সমস্যা প্রাথমিক স্তরে থাকে বা গুরুতর না হয়, তা হলে বেদানার রসেই হতে পারে সমাধান। অনেক গবেষণায় দেখা গিয়েছে যে পুরুষেরা প্রতিদিন এক গ্লাস করে বেদানার রস খান, তাঁদের ‘ইরেকটাইল ডিসফাংশন বা বন্ধ্যাত্বের মাত্রা কমেছে। বেদানাতে আছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীর চনমনে ভাব এবং যৌনশক্তি বাড়াতেও সাহায্য করে।

তবে মাথায় রাখবেন কেবল এই ফলের রস খেলেই যৌনদূর্বলতা রাতারাতি উধাও হয়ে যাবে এমনটা মটেও নয়। সমস্যা গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। না হলে শারীরিক অতৃপ্তি কিন্তু আপনাদের সম্পর্কের উপরেও প্রভাব ফেলতে পারে।