জল দিলেও দিন দিন শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ! এভাবে যত্ন নিচ্ছেন তো?
সবার বাড়িতেই প্রায় থাকে তুলসী গাছ। আর তুলসী তো শুধু গাছ নয়। আমাদের কাছে ঈশ্বর সমান। তা এই গাছ যদি হঠাৎ করে শুকিয়ে যায়, খারাপ তো লাগেই। তবে অনেক সময়ই আমাদের ভুলের জন্য তুলসী গাছের হাল খারাপ হয়। কীভাবে যত্ন নেবেন, তুলসী গাছের? রইল টিপস

সবার বাড়িতেই প্রায় থাকে তুলসী গাছ। আর তুলসী তো শুধু গাছ নয়। আমাদের কাছে ঈশ্বর সমান। তা এই গাছ যদি হঠাৎ করে শুকিয়ে যায়, খারাপ তো লাগেই। তবে অনেক সময়ই আমাদের ভুলের জন্য তুলসী গাছের হাল খারাপ হয়। কীভাবে যত্ন নেবেন, তুলসী গাছের? রইল টিপস
বেশি হাওয়া সহ্য করতে পারে না তুলসী গাছ। তা গরম হোক বা ঠান্ডা। তাই সুতির কাপড় দিয়ে জড়িয়ে রাখুন তুলসী গাছ। আর সুতির কাপড় মাঝে মধ্যে ভিজিয়ে দিন। দেখবেন তরতাজা থাকবে তুলসী গাছ।
তুলসী গাছে বেশি জল দেবেন না। সপ্তাহে দুবার জল দিন দেখবেন এতেই ভালো থাকবে গাছ।
তুলসী গাছ ভালো রাখতে তার গোড়ায় কাঁচা দুধ দিন সপ্তাহে একদিন। এতে তুলসী গাছ পুষ্টি পাবে এবং তরতাজা থাকবে।
তুলসী গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখুন। গাছে হলুদ পাতা দেখলে, তা পরিষ্কার করে দিন। দেখবেন এতে তুলসী গাছ অনেক দিন সতেজ থাকবে।
মঞ্জুরি হলে তাও কাঁচি দিয়ে কেটে গাছ থেকে আলাদা করে দিন।
খুব রোদে কখনই রাখবেন না তুলসী গাছ। বরং বাড়ির যে অংশে হালকা রোদ পড়ে, সেখানেই রাখুন। দেখবেন এতে বহুদিন তুলসী গাছ তাজা থাকবে।





