AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়িতে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি আর এই জিনিসগুলো থাকলে এক্ষুনি ঝেঁটিয়ে বিদায় করুন, খুলে যাবে আপনার কপাল

অর্থনৈতিক অস্থিরতা, ব্যক্তিগত জীবনে নানা সমস্যা—কিছুতেই যেন কাটছে না কালো মেঘ। বহু চেষ্টার পরও ভাগ্য যেন সহায় হচ্ছে না। কিন্তু এই 'দুর্ভাগ্য'-এর কারণ কি শুধুই বাইরের জগতে সীমাবদ্ধ? বাস্তু ও ফেং শুই বিশেষজ্ঞরা বলছেন, নাহ, আপনার নিজের বাড়িতেই এমন কিছু 'তুচ্ছ' জিনিস থাকতে পারে, যা দিনের পর দিন আপনার সৌভাগ্যের রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বাড়িতে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি আর এই জিনিসগুলো থাকলে এক্ষুনি ঝেঁটিয়ে বিদায় করুন, খুলে যাবে আপনার কপাল
| Updated on: Dec 17, 2025 | 5:55 PM
Share

কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বাস্তু বা জ্যোতিষশাস্ত্র বিষয়টাও তেমনই। তাই যাঁরা বিশ্বাস করেন, তাঁরা মেনে চলেন বাস্তু বা জ্যোতিষের নানা নিয়ম।

অর্থনৈতিক অস্থিরতা, ব্যক্তিগত জীবনে নানা সমস্যা—কিছুতেই যেন কাটছে না কালো মেঘ। বহু চেষ্টার পরও ভাগ্য যেন সহায় হচ্ছে না। কিন্তু এই ‘দুর্ভাগ্য’-এর কারণ কি শুধুই বাইরের জগতে সীমাবদ্ধ? বাস্তু ও ফেং শুই বিশেষজ্ঞরা বলছেন, নাহ, আপনার নিজের বাড়িতেই এমন কিছু ‘তুচ্ছ’ জিনিস থাকতে পারে, যা দিনের পর দিন আপনার সৌভাগ্যের রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে। যা অবিলম্বে ফেলে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, বাড়িতে নেতিবাচক শক্তি বা ‘নেগেটিভ এনার্জি’ সঞ্চয়ের প্রধান কারণ হল ভাঙা, অব্যবহৃত বা পুরনো জিনিস। এগুলি শুধু স্থানের অপচয় করে না, বরং মানসিক ও আর্থিক উন্নতিতে বাধা দেয়।

১. রান্নাঘরে রাখা চিড় ধরা, ভাঙা বা ফাটা বাসনপত্র আর্থিক সমৃদ্ধির পথে এক বড় বাধা হিসেবে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এগুলি সংসারে দারিদ্র্য ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, “ভাঙা বাসন ব্যবহার করলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন। দ্রুত সেগুলিকে বাতিল করা উচিত।”

২. সময়কে নিয়ন্ত্রণ করে ঘড়ি। যদি আপনার বাড়িতে বন্ধ হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া ঘড়ি থাকে, তবে তা দ্রুত সারিয়ে নিন অথবা সরিয়ে ফেলুন। বন্ধ ঘড়িকে ‘সময় থেমে যাওয়া’-র প্রতীক হিসেবে দেখা হয়, যা জীবনে স্থবিরতা ও অগ্রগতিতে বাধা সৃষ্টি করে।

৩. বাড়ির ভেতরে বা বাইরে যদি শুকিয়ে যাওয়া, মরে যাওয়া বা পাতা ঝরা গাছ থাকে, তবে তা অবিলম্বে সরিয়ে দিন। বাস্তুশাস্ত্র মতে, জীবন্ত গাছপালা ইতিবাচক শক্তি বহন করে। এর বিপরীত অবস্থায়, মৃত গাছপালা দুর্ভাগ্য ও হতাশার প্রতীক।

৪. বহুদিন ধরে অব্যবহৃত, ছেঁড়া বা আলমারিতে জমিয়ে রাখা পুরাতন জুতো-চটি বা স্যান্ডেলকে নেতিবাচক শক্তির বাহক মনে করা হয়। কর্মজীবনে স্থবিরতা বা আটকে থাকার অনুভূতি তৈরি হতে পারে এই ধরনের জিনিস থেকে। দ্রুত এগুলি বাতিল করুন।

৫. ঘরের ভাঙা কাচ, চিড় ধরা দেওয়াল বা অকেজো দরজা-জানলা মেরামত করা অত্যাবশ্যক। দরজা-জানলা হল ঘরে আলো ও বাতাস প্রবেশের পথ, অর্থাৎ সুযোগ ও সুদিন আসার প্রবেশপথ। এই পথে কোনও বাধা থাকলে, জীবনেও সুযোগ আসা ব্যাহত হয়।

বিশিষ্ট বাস্তু বিশেষজ্ঞ শ্রীমতী অনুরাধা শর্মা একটি পডকাস্টে বলেন, “অনেকেই মনে করেন, এই জিনিসগুলি গুরুত্বহীন। কিন্তু মনে রাখবেন, স্থান বা স্পেসের শক্তিই হল জীবনের শক্তি। আপনার চারপাশে যদি ভাঙা, অব্যবহৃত জিনিস জমে থাকে, তবে তা মহাজাগতিক শক্তি প্রবাহে বাধা সৃষ্টি করে। একে ‘ক্লটার’ (Clutter) বলা হয়, যা মূলত মানসিক ও আর্থিক অবরোধ তৈরি করে। পুরনো জঞ্জাল সরান, নতুন সুযোগের পথ খুলবে।”