Home Loan Repayment: মাথায় চেপেছে হোম লোনের বোঝা, কী ভাবে হবে সুরাহা? জেনে নিন
EMI Repayment: সমস্যা শুরু হয় যখন মাসের শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা সুদ বা ইএমআই বাবদ কেটে যায়।
নিজের ‘সাধের বাড়ি’-র ইচ্ছে কার না থাকে। অনেকেই মাথার ঘাম পায়ে ফেলে সারাজীবনের রোজগারকে বাজি রেখেছে স্বপ্নের বাড়ি কেনার জন্য ঝুঁকি। এখন হোম লোন (Home Loan) বা গৃহ ঋণের সুবিধা থাকায় নিজের বাড়ি বা পছন্দমত ফ্ল্যাট কেনাটা অনেকটাই সহজ হলেও, সমস্যা শুরু হয় যখন মাসের শেষে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা সুদ বা ইএমআই বাবদ কেটে যায়। ঋণের বোঝা সামল দিয়ে সংসারে যাবতীয় খরচ সামলানো তখন অনেকের কাছে পাহাড় প্রমাণ বোঝা মনে হতে থাকে। তবে ঋণের বোঝা সামাল দেওয়ার কী কোনও উপায় নেই? উপায় নিশ্চই আছে।
বেশ কয়েকটি উপায়ে ইএমআইয়ের বোঝা কমিয়ে ব্যাঙ্ককে অতিরিক্ত টাকা ঋণ হিসেবে দেওয়ার হাত থেকে মুক্তি মিলতে পারে। ধরে নেওয়া যাক কোনও ব্যক্তি যদি বাড়ি কেনার জন্য ২০ লক্ষ টাকা ৭.৫ শতাংশ সুদের হারে ২০ বছরের জন্য ঋণ নিয়ে থাকেন তবে তাঁকে মাসিক ১৬ হাজার টাকা দিতে হয়। সব মিলিয়ে আসল টাকার অঙ্ক ছাড়াও মোট ১৮ লক্ষ ৪২ হাজার টাকা সুদ হিসেবে দিতে হবে। এবার বেশ কয়েকটি উপায়ে আপনি সহজেই গৃহঋণের বোঝা কমাতে পারেন। ১) বছরে অতিরিক্ত একটি ইএমআই দিলে ঋণের বোঝা অনেকটাই কমে যাবে। ২) আপনি গিফট, শেয়ার বা এরিয়ার থেকে অতিরিক্ত যে টাকা অতিরিক্ত টাকা উপার্জন করেন, তার মাধ্যমেও আপনি সহজেই দ্রত হোম লোন শোধ দিতে পারবেন।