মেয়ে আরুণ্যার প্রথম জন্মদিন, পরিবারকে নিয়ে সেলিব্রেট করলেন অঙ্কিতা

Ankita Majumder Paul: গত সেপ্টেম্বরে মা হয়েছিলেন অঙ্কিতা। ২০২১-এর সেপ্টেম্বরে মেয়ে আরুণ্যার এক বছর বয়স হল। মেয়ের এক বছরের জন্মদিনের সেলিব্রেশনে পরিবারের সদস্যদের নিয়ে আয়োজন করেছিলেন অঙ্কিতা।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Sep 08, 2021 | 11:50 AM

1 / 7
মা। ছোট্ট একটা শব্দ। আদরের ডাক। এই ডাক শোনার অপেক্ষায় থাকেন বহু মহিলা। সন্তানের মুখে প্রথম মা ডাক শোনা অবশ্যই স্পেশ্যাল। ব্যতিক্রম নন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পালও।

মা। ছোট্ট একটা শব্দ। আদরের ডাক। এই ডাক শোনার অপেক্ষায় থাকেন বহু মহিলা। সন্তানের মুখে প্রথম মা ডাক শোনা অবশ্যই স্পেশ্যাল। ব্যতিক্রম নন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পালও।

2 / 7
গত সেপ্টেম্বরে মা হয়েছিলেন অঙ্কিতা। ২০২১-এর সেপ্টেম্বরে মেয়ে আরুণ্যার এক বছর বয়স হল। মেয়ের এক বছরের জন্মদিনের সেলিব্রেশনে পরিবারের সদস্যদের নিয়ে আয়োজন করেছিলেন অঙ্কিতা।

গত সেপ্টেম্বরে মা হয়েছিলেন অঙ্কিতা। ২০২১-এর সেপ্টেম্বরে মেয়ে আরুণ্যার এক বছর বয়স হল। মেয়ের এক বছরের জন্মদিনের সেলিব্রেশনে পরিবারের সদস্যদের নিয়ে আয়োজন করেছিলেন অঙ্কিতা।

3 / 7
মেয়ের প্রথম জন্মদিন। একই সঙ্গে মা হিসেবে প্রথম জন্মদিন অঙ্কিতারও। গত বছর লকডাউনের আগে গুয়াহাটিতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। পরে সেখানে পরিস্থিতির কারণে থেকে যেতে হয়। আরুণ্যারও জন্ম গুয়াহাটিতেই।

মেয়ের প্রথম জন্মদিন। একই সঙ্গে মা হিসেবে প্রথম জন্মদিন অঙ্কিতারও। গত বছর লকডাউনের আগে গুয়াহাটিতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। পরে সেখানে পরিস্থিতির কারণে থেকে যেতে হয়। আরুণ্যারও জন্ম গুয়াহাটিতেই।

4 / 7
বেলুন দিয়ে সুন্দর করে সাজানোর ব্যবস্থা করেন অঙ্কিতা। আরুণ্যার জন্য বিশেষ কেকও অর্ডার করেছিলেন। মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন তিনি। কেক কাটার মুহূর্তে ছিলেন ঘনিষ্ঠরা। সে সব ছবি সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

বেলুন দিয়ে সুন্দর করে সাজানোর ব্যবস্থা করেন অঙ্কিতা। আরুণ্যার জন্য বিশেষ কেকও অর্ডার করেছিলেন। মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন তিনি। কেক কাটার মুহূর্তে ছিলেন ঘনিষ্ঠরা। সে সব ছবি সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

5 / 7
আপাতত প্রায়োরিটি সন্তান। মেয়ের সব কাজ একা হাতে সামলান অঙ্কিতা। আসলে সন্তানের বড় হওয়ার কোনও মুহূর্ত মিস করতে চান না। মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানও গুয়াহাটিতেই করেছিলেন অভিনেত্রী। প্রথম জন্মদিন পালন হল কলকাতায়।

আপাতত প্রায়োরিটি সন্তান। মেয়ের সব কাজ একা হাতে সামলান অঙ্কিতা। আসলে সন্তানের বড় হওয়ার কোনও মুহূর্ত মিস করতে চান না। মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানও গুয়াহাটিতেই করেছিলেন অভিনেত্রী। প্রথম জন্মদিন পালন হল কলকাতায়।

6 / 7
আরুণ্যার মুখে প্রথম মা ডাক শোনা পর সোশ্যাল ওয়ালে অঙ্কিতা লিখেছিলেন, ‘প্রত্যেক মা অপেক্ষা করেন, কখনও তাঁর ছোট্ট সন্তান প্রথম বার মা বলে ডাকবে। আরুণ্যা আমার অপেক্ষা পূরণ করেছে। আনন্দ দিয়েছে। মা, মা আর বাবা বলে ডাকতে শিখেছে। আমরা আশীর্বাদধন্য।’

আরুণ্যার মুখে প্রথম মা ডাক শোনা পর সোশ্যাল ওয়ালে অঙ্কিতা লিখেছিলেন, ‘প্রত্যেক মা অপেক্ষা করেন, কখনও তাঁর ছোট্ট সন্তান প্রথম বার মা বলে ডাকবে। আরুণ্যা আমার অপেক্ষা পূরণ করেছে। আনন্দ দিয়েছে। মা, মা আর বাবা বলে ডাকতে শিখেছে। আমরা আশীর্বাদধন্য।’

7 / 7
গুয়াহাটি থেকে কলকাতায় নিজের বাড়িতে ফিরে দারুণ খুশি হয়েছিলেন অঙ্কিতা। নিজের শহর কলকাতা। তাঁর ভালবাসার শহর। সেই শহরের সঙ্গে মেয়েকে পরিচয় করিয়ে দেওয়ার আনন্দই আলাদা। মেয়ে আর একটু বড় হলে ধীরে ধীরে অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।

গুয়াহাটি থেকে কলকাতায় নিজের বাড়িতে ফিরে দারুণ খুশি হয়েছিলেন অঙ্কিতা। নিজের শহর কলকাতা। তাঁর ভালবাসার শহর। সেই শহরের সঙ্গে মেয়েকে পরিচয় করিয়ে দেওয়ার আনন্দই আলাদা। মেয়ে আর একটু বড় হলে ধীরে ধীরে অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।