বিয়ের অনুষ্ঠানে মহিলাদের চোখে সেরা হতে কেমন পোশাক বাছবেন, ছবিতে দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 24, 2021 | 6:41 PM

ঘরোয়া বা যে কোনও বিয়ের অনুষ্ঠানে পাঞ্জাবির কদর বেশি। আমাদের পছন্দের কিছু ওয়েডিং লুক দেওয়া হল, যেখানে শুধু মেয়েরা নয়, পুরুষরাও ফ্যাশনের দিক থেকে সেরা হওয়ার সুযোগ পাবেন।

1 / 6
বন্ধগলা থেকে আঁচন পর্যন্ত, আমাদের পছন্দের কিছু ওয়েডিং লুক দেওয়া হল, যেখানে শুধু মেয়েরা নয়, পুরুষরাও ফ্যাশনের দিক থেকে সেরা হওয়াক সুযোগ পাবেন।

বন্ধগলা থেকে আঁচন পর্যন্ত, আমাদের পছন্দের কিছু ওয়েডিং লুক দেওয়া হল, যেখানে শুধু মেয়েরা নয়, পুরুষরাও ফ্যাশনের দিক থেকে সেরা হওয়াক সুযোগ পাবেন।

2 / 6
সিদ্ধার্থ মলহোত্রা- বলিউডের হার্টথ্রব এই নায়ক একটি বিয়ের অনুষ্ঠানের জন্য কুনাল রাওয়ালের অসমান বন্ধগলার শেরওয়ানি বেছে নিয়েছিলেন। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অভ্যর্থনা জানাতে এই লুক একেবারে পারফেক্ট।

সিদ্ধার্থ মলহোত্রা- বলিউডের হার্টথ্রব এই নায়ক একটি বিয়ের অনুষ্ঠানের জন্য কুনাল রাওয়ালের অসমান বন্ধগলার শেরওয়ানি বেছে নিয়েছিলেন। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অভ্যর্থনা জানাতে এই লুক একেবারে পারফেক্ট।

3 / 6
শহিদ কাপুর- ডিজাইনার রোহিত বালের কাছ থেকে হাঁতির দাঁতের রঙের বন্ধগলায় তাঁর স্টাইলের অন্যতম অংশ হিসেবে তুলে ধরেছিলেন। সাদা ট্রাউজার্স ও অক্সফোর্ড জুতো ছিল বিয়ের অনুষ্ঠান বাড়ির উত্তম লুক। পুরুষের এমন সাজ যে কোন মহিলারই নজরে পড়বেন।

শহিদ কাপুর- ডিজাইনার রোহিত বালের কাছ থেকে হাঁতির দাঁতের রঙের বন্ধগলায় তাঁর স্টাইলের অন্যতম অংশ হিসেবে তুলে ধরেছিলেন। সাদা ট্রাউজার্স ও অক্সফোর্ড জুতো ছিল বিয়ের অনুষ্ঠান বাড়ির উত্তম লুক। পুরুষের এমন সাজ যে কোন মহিলারই নজরে পড়বেন।

4 / 6
সাকিব সালিম- স্টাইলিশ অফ-হোয়াইট শার্ট স্টাইলের কুর্তায় নিজেকে সাজিয়েছিলেন সাকিব। শান্তনু ও নিখিলের ডিজাইন করা এই পোশাক প্রি-ওয়েডিং অনুষ্ঠানের জন্য সঠিক পছন্দ হতে পারে।

সাকিব সালিম- স্টাইলিশ অফ-হোয়াইট শার্ট স্টাইলের কুর্তায় নিজেকে সাজিয়েছিলেন সাকিব। শান্তনু ও নিখিলের ডিজাইন করা এই পোশাক প্রি-ওয়েডিং অনুষ্ঠানের জন্য সঠিক পছন্দ হতে পারে।

5 / 6
করণ বুলানি- সদ্য বিবাহিত করণ বুলানি, তাঁর বিয়ের জন্য কুনাল রাএয়ালের সুতোর নিখূঁত কাজের জ্ন সুতির রঙ্রের বিপরীতে একটি ট্র্যাডিশনাল বিচ রঙা বন্ধগলা কুর্তা বেছে নিয়েছিলেন। বিবাহের সংবর্ধনার জন্য, ডবল-ব্রেস্টেজ স্যুটটি পরেছিলেন তিনি। বিয়ের দিন প্রচুর আমন্ত্রিতদের মাঝে নিজের লুক দিয়ে নজর কাড়তে এমন পোশাক বেছে নিতে পারেন।

করণ বুলানি- সদ্য বিবাহিত করণ বুলানি, তাঁর বিয়ের জন্য কুনাল রাএয়ালের সুতোর নিখূঁত কাজের জ্ন সুতির রঙ্রের বিপরীতে একটি ট্র্যাডিশনাল বিচ রঙা বন্ধগলা কুর্তা বেছে নিয়েছিলেন। বিবাহের সংবর্ধনার জন্য, ডবল-ব্রেস্টেজ স্যুটটি পরেছিলেন তিনি। বিয়ের দিন প্রচুর আমন্ত্রিতদের মাঝে নিজের লুক দিয়ে নজর কাড়তে এমন পোশাক বেছে নিতে পারেন।

6 / 6
অর্জুন কাপুর- ঘরোয়া বা যে কোনও বিয়ের অনুষ্ঠানে পাঞ্জাবির কদর বেশি। বোন রিয়া কাপুরের বিয়ের অনুষ্ঠানে সাধারণ দেখতে নেভি ব্লু রঙের কুর্তা বেছে নিয়েছিলেন। অন্যদিকে রিসেপশন পাটিতে ক্লাসিক স্যুটকেই বেছে নিয়েছিলেন।

অর্জুন কাপুর- ঘরোয়া বা যে কোনও বিয়ের অনুষ্ঠানে পাঞ্জাবির কদর বেশি। বোন রিয়া কাপুরের বিয়ের অনুষ্ঠানে সাধারণ দেখতে নেভি ব্লু রঙের কুর্তা বেছে নিয়েছিলেন। অন্যদিকে রিসেপশন পাটিতে ক্লাসিক স্যুটকেই বেছে নিয়েছিলেন।

Next Photo Gallery