Deepika Hot Look: নায়কের ঠোঁটে ঠোঁট রেখে গাঢ়় চুম্বন, পুরুষদের ঘুম কাড়ছে দীপিকার হটনেস

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 08, 2023 | 8:07 PM

Deepika-Hrithik Romance: দর্শক তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করছেন দীপিকার এই হটনেস। তবে এই বোল্ড লুক বাঁধ ভেঙেছিল গেহরাইয়াঁ ছবির মধ্যে দিয়ে। সেখানে দীপিকার বোল্ড লুক, গাঢ়় চুম্বনের দৃশ্যে ঘুম উড়েছিল পুরুষদের। কিন্তু শত সমালোচনা সত্ত্বেও থামেননি তিনি। দীপিকা পাড়ুকোন আরও একধাপ এগিয়ে গেলেন শাহরুখ খানের কামব্যাক ছবি পাঠান-এ।

1 / 8
বলিউডের ভাগ্যে এখন লক্ষ্মীলাভ। একের পর এক দাপুটে ছবি বাজারে এনে কড়া টক্করে প্রস্তুত বিটাউন। যেখানে তুরূপের অন্যতম তাস হয়ে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন।

বলিউডের ভাগ্যে এখন লক্ষ্মীলাভ। একের পর এক দাপুটে ছবি বাজারে এনে কড়া টক্করে প্রস্তুত বিটাউন। যেখানে তুরূপের অন্যতম তাস হয়ে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন।

2 / 8
বরাবরই খোলামেলা পোশাকে সাবলীল তিনি। যে চরিত্রে জন্য পারফেক্ট যে লুক, তিনি তাতেই নিজের একশো শতাংশ উজার করে দিতে রাজি। দীপিকা পাড়ুকোন এভাবেই নিজেকে উপস্থাপনা করেছেন গত কয়েক বছর ধরে।

বরাবরই খোলামেলা পোশাকে সাবলীল তিনি। যে চরিত্রে জন্য পারফেক্ট যে লুক, তিনি তাতেই নিজের একশো শতাংশ উজার করে দিতে রাজি। দীপিকা পাড়ুকোন এভাবেই নিজেকে উপস্থাপনা করেছেন গত কয়েক বছর ধরে।

3 / 8
কেরিয়ারের শুরু থেকেই একের পর এক বোল্ড চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কখনও ককটেইল ছবি, কখনও আবার ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবির নয়নার ভোল বদল।

কেরিয়ারের শুরু থেকেই একের পর এক বোল্ড চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কখনও ককটেইল ছবি, কখনও আবার ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবির নয়নার ভোল বদল।

4 / 8
দর্শক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দীপিকার এই হটনেস। তবে এই বোল্ড লুক বাঁধ ভেঙেছিল গেহরাইয়াঁ ছবির মধ্যে দিয়ে। সেখানে দীপিকার বোল্ড লুক, গাঢ়় চুম্বনের দৃশ্যে ঘুম উড়েছিল পুরুষদের।

দর্শক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দীপিকার এই হটনেস। তবে এই বোল্ড লুক বাঁধ ভেঙেছিল গেহরাইয়াঁ ছবির মধ্যে দিয়ে। সেখানে দীপিকার বোল্ড লুক, গাঢ়় চুম্বনের দৃশ্যে ঘুম উড়েছিল পুরুষদের।

5 / 8
কিন্তু শত সমালোচনা সত্ত্বেও থামেননি তিনি। দীপিকা পাড়ুকোন আরও একধাপ এগিয়ে গেলেন শাহরুখ খানের কামব্যাক ছবি পাঠান-এ। তাঁর সেই অবতার দর্শক মনে রাতারাতি জায়গা করে নিয়েছিল।

কিন্তু শত সমালোচনা সত্ত্বেও থামেননি তিনি। দীপিকা পাড়ুকোন আরও একধাপ এগিয়ে গেলেন শাহরুখ খানের কামব্যাক ছবি পাঠান-এ। তাঁর সেই অবতার দর্শক মনে রাতারাতি জায়গা করে নিয়েছিল।

6 / 8
কিন্তু সেখানেও থামলেন না তিনি। প্রয়োজনে দীপিকা যে কতটা বোল্ড ও সাহসী হতে পারে, তার প্রমাণ দিতে এবার হাজির হলেন গ্রীক গডের সঙ্গে।

কিন্তু সেখানেও থামলেন না তিনি। প্রয়োজনে দীপিকা যে কতটা বোল্ড ও সাহসী হতে পারে, তার প্রমাণ দিতে এবার হাজির হলেন গ্রীক গডের সঙ্গে।

7 / 8
হৃত্বিক রোশানের বিপরীতে ফাইটার ছবিতে অভিনয় করছেন তিনি। তারই টিজ়ার সদ্য মুক্তি পেয়েছে। যেখানে হৃত্বিক ও দীপিকার রোম্যান্স দেখে অবাক নেটপাড়া।

হৃত্বিক রোশানের বিপরীতে ফাইটার ছবিতে অভিনয় করছেন তিনি। তারই টিজ়ার সদ্য মুক্তি পেয়েছে। যেখানে হৃত্বিক ও দীপিকার রোম্যান্স দেখে অবাক নেটপাড়া।

8 / 8
এও সম্ভব, হট ফিগারে ডুব দিলেন তিনি হৃত্বিকের বাহুডোরে, ফ্রেম সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল। একশ্রেণি প্রশংসায় পঞ্চমুখ, অন্য শ্রেণি যথারীতি কটাক্ষ করতে পিছপা হলেন না।

এও সম্ভব, হট ফিগারে ডুব দিলেন তিনি হৃত্বিকের বাহুডোরে, ফ্রেম সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল। একশ্রেণি প্রশংসায় পঞ্চমুখ, অন্য শ্রেণি যথারীতি কটাক্ষ করতে পিছপা হলেন না।