ঐশ্বর্যের পিছনে পলিটিক্স করেন শাশুড়ি? সত্যি স্বীকার করলেন জয়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 22, 2024 | 6:33 PM

Jaya-Aishwarya Relation: একশ্রেণির আবার মত, জয়া নাকি মনে করেন, ঐশ্বর্যের জন্যই ছেলের সঙ্গে বেড়েছে তাঁর দূরত্ব। একবার জয়া বলেছিলেন তাঁর প্রিয় সন্তান ছেলে অভিষেক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাোঁকে বলতে শোনা যায় যে তাঁর কাছে প্রিয় হল মেয়ে শ্বেতা বচ্চন। অনেকেই সেই সময় বলেছিলেন, বউমার জন্যই মনে হয় জয়ার এই মন্তব্য়।

1 / 8
ঐশ্বর্য রাই বচ্চন ও জয়া বচ্চনের মধ্যে সম্পর্কের সমীকরণ ঠিক কেমন, তা নিয়ে কম বেশি কৌতুহল বর্তমান সকলের মনেই। ঐশ্বর্যের সঙ্গে শোনা যায় তাঁর সম্পর্ক নাকি মোটেও সুখকর নয়।

ঐশ্বর্য রাই বচ্চন ও জয়া বচ্চনের মধ্যে সম্পর্কের সমীকরণ ঠিক কেমন, তা নিয়ে কম বেশি কৌতুহল বর্তমান সকলের মনেই। ঐশ্বর্যের সঙ্গে শোনা যায় তাঁর সম্পর্ক নাকি মোটেও সুখকর নয়।

2 / 8
যদিও বাস্তবে তাঁদের একাধিকবার কাছাকাছি বসে, স্নেহের সঙ্গে কথা বলতে দেখা যায়। কখনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, কখনও কোনও পারিবারিক অনুষ্ঠান, নজর কেড়েছেন তাঁরা।

যদিও বাস্তবে তাঁদের একাধিকবার কাছাকাছি বসে, স্নেহের সঙ্গে কথা বলতে দেখা যায়। কখনও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, কখনও কোনও পারিবারিক অনুষ্ঠান, নজর কেড়েছেন তাঁরা।

3 / 8
তবে একশ্রেণির আবার মত, জয়া নাকি মনে করেন, ঐশ্বর্যের জন্যই ছেলের সঙ্গে বেড়েছে তাঁর দূরত্ব। একবার জয়া বলেছিলেন তাঁর প্রিয় সন্তান ছেলে অভিষেক।

তবে একশ্রেণির আবার মত, জয়া নাকি মনে করেন, ঐশ্বর্যের জন্যই ছেলের সঙ্গে বেড়েছে তাঁর দূরত্ব। একবার জয়া বলেছিলেন তাঁর প্রিয় সন্তান ছেলে অভিষেক।

4 / 8
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাোঁকে বলতে শোনা যায় যে তাঁর কাছে প্রিয় হল মেয়ে শ্বেতা বচ্চন। অনেকেই সেই সময় বলেছিলেন, বউমার জন্যই মনে হয় জয়ার এই মন্তব্য়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাোঁকে বলতে শোনা যায় যে তাঁর কাছে প্রিয় হল মেয়ে শ্বেতা বচ্চন। অনেকেই সেই সময় বলেছিলেন, বউমার জন্যই মনে হয় জয়ার এই মন্তব্য়।

5 / 8
তবে একবার সরাসরি জয়া বচ্চনকে বউমা প্রসঙ্গে প্রশ্ন করা হয়। যখন সকলকে থামিয়ে স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি কোনওদিন ঐশ্বর্যের পিছনে পলিটিক্স করেননি।

তবে একবার সরাসরি জয়া বচ্চনকে বউমা প্রসঙ্গে প্রশ্ন করা হয়। যখন সকলকে থামিয়ে স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি কোনওদিন ঐশ্বর্যের পিছনে পলিটিক্স করেননি।

6 / 8
বউমাকে একটা সময় যে তিনি চোখে হারাতেন, তা স্পষ্ট হয়ে গিয়েছিলেন সকলের কাছে। যদিও বর্তমানে সেই সমীকরণ কেমন, তা নিয়ে প্রশ্ন বর্তমান।

বউমাকে একটা সময় যে তিনি চোখে হারাতেন, তা স্পষ্ট হয়ে গিয়েছিলেন সকলের কাছে। যদিও বর্তমানে সেই সমীকরণ কেমন, তা নিয়ে প্রশ্ন বর্তমান।

7 / 8
কারণ অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির সময় ঐশ্বর্য রাই বচ্চনকে নাকি বেজায় অপছন্দের তালিকায় ফেলে দিয়েছিলেন জয়া, তেমনটাই শোনা যায়।

কারণ অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির সময় ঐশ্বর্য রাই বচ্চনকে নাকি বেজায় অপছন্দের তালিকায় ফেলে দিয়েছিলেন জয়া, তেমনটাই শোনা যায়।

8 / 8
তবে থেকেই নাকি খারাপ হতে থাকে সম্পর্ক। যদিও সবটাই নেটপাড়ার জল্পনা। বাস্তবে কেমন সম্পর্ক এই দুইয়ের, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন বর্তমান।

তবে থেকেই নাকি খারাপ হতে থাকে সম্পর্ক। যদিও সবটাই নেটপাড়ার জল্পনা। বাস্তবে কেমন সম্পর্ক এই দুইয়ের, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন বর্তমান।

Next Photo Gallery