Sunny Leone: নীল ছবি দুনিয়ার হাতছানি, লুকিয়ে-লুকিয়ে বাড়িতে মোটা টাকা পাঠাতেন সানি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 17, 2023 | 9:30 AM

Inside Story: কিছুটা আঁচ পেতে শুরু করেছিলেন সানির পরিবারের মানুষেরাও। তখন বাড়ি ছেড়ে বহু দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন সানি।

1 / 8
নীল ছবির দুনিয়ায় খুব ছোট বয়সেই পা রেখেছিলেন সানি লিওন। রাতারাতি হয়ে উঠেছিলেন জনপ্রিয়। তবে তাঁকে কেউ জোর করেননি, কোনও ফাঁদও নয়। নিজের ইচ্ছেতেই এই পেশাকে বেছে নিয়েছিলেন সানি।

নীল ছবির দুনিয়ায় খুব ছোট বয়সেই পা রেখেছিলেন সানি লিওন। রাতারাতি হয়ে উঠেছিলেন জনপ্রিয়। তবে তাঁকে কেউ জোর করেননি, কোনও ফাঁদও নয়। নিজের ইচ্ছেতেই এই পেশাকে বেছে নিয়েছিলেন সানি।

2 / 8
তাঁর প্রাথমিক সাক্ষাৎকারগুলোতে সানিকে বারবার বলতে শোনা যায়, সঙ্গম একটা আর্ট। তিনি খুব ছোট বয়সেই নীল ছবির জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। পাচ্ছিলেন মোটা টাকা পারিশ্রমিক।

তাঁর প্রাথমিক সাক্ষাৎকারগুলোতে সানিকে বারবার বলতে শোনা যায়, সঙ্গম একটা আর্ট। তিনি খুব ছোট বয়সেই নীল ছবির জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। পাচ্ছিলেন মোটা টাকা পারিশ্রমিক।

3 / 8
শুরুতে বাড়িতে কিছুই জানাতে চাননি তিনি। তবে মা-বাবাকে পাঠাতেন মোটা টাকা। সত্যি জেনে গিয়েছিল তাঁর ভাই। সে দিদিকে শতবার মানা করার চেষ্টাও করেছিল, কিন্তু লাভ হয়নি।

শুরুতে বাড়িতে কিছুই জানাতে চাননি তিনি। তবে মা-বাবাকে পাঠাতেন মোটা টাকা। সত্যি জেনে গিয়েছিল তাঁর ভাই। সে দিদিকে শতবার মানা করার চেষ্টাও করেছিল, কিন্তু লাভ হয়নি।

4 / 8
দিন দিন এই দুনিয়ার গভীরে পৌঁছে যেতে শুরু করেছিলেন সানি। একটা সময়ের পর তাঁর পরিচিতি আসে। এক ম্যাগাজিনে তাঁর সাহসী ছবি প্রকাশ্যে আসে। তা দেখেই প্রতিবেশীরা অনুমান করতে শুরু করেছিলেন।

দিন দিন এই দুনিয়ার গভীরে পৌঁছে যেতে শুরু করেছিলেন সানি। একটা সময়ের পর তাঁর পরিচিতি আসে। এক ম্যাগাজিনে তাঁর সাহসী ছবি প্রকাশ্যে আসে। তা দেখেই প্রতিবেশীরা অনুমান করতে শুরু করেছিলেন।

5 / 8
কিছুটা আঁচ পেতে শুরু করেছিলেন সানির পরিবারের মানুষেরাও। তখন বাড়ি ছেড়ে বহু দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন সানি।

কিছুটা আঁচ পেতে শুরু করেছিলেন সানির পরিবারের মানুষেরাও। তখন বাড়ি ছেড়ে বহু দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন সানি।

6 / 8
দিন দিন তাঁর চাহিদা বাড়তে থাকে, বাড়তে থাকে তাঁর পরিচিতি। সকলের মাঝে সানি যেন হয়ে উঠেছিলেন মধ্যমণী। কাজ ভালবেসে করলেও একটা সময় হানিয়ে ওঠেন তিনি।

দিন দিন তাঁর চাহিদা বাড়তে থাকে, বাড়তে থাকে তাঁর পরিচিতি। সকলের মাঝে সানি যেন হয়ে উঠেছিলেন মধ্যমণী। কাজ ভালবেসে করলেও একটা সময় হানিয়ে ওঠেন তিনি।

7 / 8
স্থির করেন, নতুন পেশাকে বেছে নেবেন। অভিনয় জগতে আসবেন। সানির কঠিন লড়াই শুরু হয় সেখান থেকেই। প্রতিটা মানুষ তাঁর মুখের ওপর দরজা বন্ধ করে দেন।

স্থির করেন, নতুন পেশাকে বেছে নেবেন। অভিনয় জগতে আসবেন। সানির কঠিন লড়াই শুরু হয় সেখান থেকেই। প্রতিটা মানুষ তাঁর মুখের ওপর দরজা বন্ধ করে দেন।

8 / 8
খারাপ প্রস্তাব পাওয়াটা সানির কাছে নিত্য নতুন ঘটনা হয়ে দাঁড়ায়। যদিও, কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। তেমনটাই করে দেখান সানি। এখন তিনি বলিউডের প্রতিষ্ঠিত সঞ্চালক, মডেল...।

খারাপ প্রস্তাব পাওয়াটা সানির কাছে নিত্য নতুন ঘটনা হয়ে দাঁড়ায়। যদিও, কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। তেমনটাই করে দেখান সানি। এখন তিনি বলিউডের প্রতিষ্ঠিত সঞ্চালক, মডেল...।

Next Photo Gallery