Bengali Film Shooting: পাহাড়ে কেমন শুটিং হল বাংলা ছবি ‘চিরসখা হে’-এর?

কনকনে ঠান্ডায় পাহাড়ে শুটিং করলেন, আনন্দ করলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।

| Edited By: Sneha Sengupta

Feb 17, 2022 | 10:58 PM

1 / 8
ঈশান একটি বনেদি বাঙালি পরিবারের ছেলে। ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছে সে।

ঈশান একটি বনেদি বাঙালি পরিবারের ছেলে। ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছে সে।

2 / 8
বছর দু'-এক হল জ্যেঠু শিবাশিস ও অলোকার সঙ্গে সে কলকাতার বাড়ি ছেড়ে, পাড়ি দিয়েছে উত্তরবঙ্গে। তাদের আদিবাড়িতে।

বছর দু'-এক হল জ্যেঠু শিবাশিস ও অলোকার সঙ্গে সে কলকাতার বাড়ি ছেড়ে, পাড়ি দিয়েছে উত্তরবঙ্গে। তাদের আদিবাড়িতে।

3 / 8
জ্যেঠু শিবাশিস উকিল। ঈশান পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। ছবিটাও বেশ ভালই আঁকে সে।

জ্যেঠু শিবাশিস উকিল। ঈশান পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। ছবিটাও বেশ ভালই আঁকে সে।

4 / 8
অন্যদিকে, তিলোত্তমার স্বামী মারা গেছে বছর সাতেক আগে। শুধু তাই নয়, তিলোত্তমা'র ব্যক্তিগত জীবনে রয়েছে এক মর্মান্তিক সত্য।

অন্যদিকে, তিলোত্তমার স্বামী মারা গেছে বছর সাতেক আগে। শুধু তাই নয়, তিলোত্তমা'র ব্যক্তিগত জীবনে রয়েছে এক মর্মান্তিক সত্য।

5 / 8
প্রায় সময়ের কাছে হার মেনে নেওয়া তিলোত্তমার কুয়াশাচ্ছন্ন জীবনে আচমকাই একদিন মিঠে রোদের মতো উপস্থিত হয় ঈশান।

প্রায় সময়ের কাছে হার মেনে নেওয়া তিলোত্তমার কুয়াশাচ্ছন্ন জীবনে আচমকাই একদিন মিঠে রোদের মতো উপস্থিত হয় ঈশান।

6 / 8
একতরফা ভালোবাসা, মান অভিমান, এই সবকিছুর শেষে তাঁরা কি পারবে সমস্ত বাধা অতিক্রম করে একসঙ্গে থাকতে? এই নিয়েই "চিরসখা হে..."

একতরফা ভালোবাসা, মান অভিমান, এই সবকিছুর শেষে তাঁরা কি পারবে সমস্ত বাধা অতিক্রম করে একসঙ্গে থাকতে? এই নিয়েই "চিরসখা হে..."

7 / 8
 উত্তরবঙ্গের মিরিকে হয়ে গেল ছবির শুটিং। ছবির গল্প ও পরিচালনা অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের। প্রযোজনায় ৬৯ ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট। ছবিটি নিবেদন করছে মোজোপ্লেক্স এন্টারটেইনমেন্ট।

উত্তরবঙ্গের মিরিকে হয়ে গেল ছবির শুটিং। ছবির গল্প ও পরিচালনা অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের। প্রযোজনায় ৬৯ ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট। ছবিটি নিবেদন করছে মোজোপ্লেক্স এন্টারটেইনমেন্ট।

8 / 8
ছবিতে অভিনয় করেছেন বরুণ চন্দ, মিঠু চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, ঈশান মজুমদার। স্ক্রিনপ্লে ও সংলাপ লিখেছেন অভীক রায় ও সুজয়নীল বন্দ্যোপাধ্যায়। ক্যামেরার দায়িত্বে শুভদীপ নস্কর। সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্যঋত।

ছবিতে অভিনয় করেছেন বরুণ চন্দ, মিঠু চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, ঈশান মজুমদার। স্ক্রিনপ্লে ও সংলাপ লিখেছেন অভীক রায় ও সুজয়নীল বন্দ্যোপাধ্যায়। ক্যামেরার দায়িত্বে শুভদীপ নস্কর। সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্যঋত।