ব্রেকিং খবরের ভিড়ে কতটা ‘ফিট’ নিজেরা? প্রমাণ করলেন TV9 বাংলার কর্মীরা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 16, 2024 | 11:53 AM

National Employees Health & Fitness Day: শুধু কর্মীরাই নন, টিভি৯ বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যও নানা প্রতিযোগিতায় অংশ নেন এবং পুরস্কারও জিতে নেন। 

1 / 6
সারাদিন ব্রেকিং, কি-বোর্ডের ঝনঝনানি বা মাথা গুঁজে শুধু ডেস্কে কাজ নয়, শরীর-মনকেও সুস্থ রাখা চাই। শারীরিক সুস্থতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে মানসিক সুস্থতাও। কাজের পাশাপাশি কর্মীদের শরীর-মনের সুস্থতার দিকেও বিশেষ নজর টিভি৯ বাংলার।

সারাদিন ব্রেকিং, কি-বোর্ডের ঝনঝনানি বা মাথা গুঁজে শুধু ডেস্কে কাজ নয়, শরীর-মনকেও সুস্থ রাখা চাই। শারীরিক সুস্থতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে মানসিক সুস্থতাও। কাজের পাশাপাশি কর্মীদের শরীর-মনের সুস্থতার দিকেও বিশেষ নজর টিভি৯ বাংলার।

2 / 6
 সেই কারণেই ন্যাশনাল এমপ্লয়িজ হেলথ অ্যান্ড ফিটনেস ডে-তে ডিক্য়াথলনের সঙ্গে সহযোগিতায় টিভি৯ বাংলা তাদের কর্মীদের জন্য আয়োজন করল এক বিশেষ প্রতিযোগিতার। 

 সেই কারণেই ন্যাশনাল এমপ্লয়িজ হেলথ অ্যান্ড ফিটনেস ডে-তে ডিক্য়াথলনের সঙ্গে সহযোগিতায় টিভি৯ বাংলা তাদের কর্মীদের জন্য আয়োজন করল এক বিশেষ প্রতিযোগিতার। 

3 / 6
মজার মজার বিভিন্ন খেলার মাধ্যমেই টিভি৯ বাংলার কর্মীরা দেখালেন, সারাদিন কাজের মাঝেও তাঁরা নিজেদের কতটা 'ফিট অ্যান্ড ফাইন' রেখেছেন।    

মজার মজার বিভিন্ন খেলার মাধ্যমেই টিভি৯ বাংলার কর্মীরা দেখালেন, সারাদিন কাজের মাঝেও তাঁরা নিজেদের কতটা 'ফিট অ্যান্ড ফাইন' রেখেছেন।    

4 / 6
'পুল দ্য ওয়েট'-এ ডাম্বেল তোলা থেকে শুরু করে প্ল্যাঙ্ক, কার নিশানা কতটা নির্ভুল- বিভিন্ন খেলার মাধ্যমে কর্মীদের ফিটনেস পরীক্ষা করা হয়। 

'পুল দ্য ওয়েট'-এ ডাম্বেল তোলা থেকে শুরু করে প্ল্যাঙ্ক, কার নিশানা কতটা নির্ভুল- বিভিন্ন খেলার মাধ্যমে কর্মীদের ফিটনেস পরীক্ষা করা হয়। 

5 / 6
টিভি৯ বাংলার চ্যানেল ও ডিজিটালের কর্মীরা একসঙ্গে এই প্রতিযোগিতাগুলিতে অংশ নেন। জিতে নেন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার। 

টিভি৯ বাংলার চ্যানেল ও ডিজিটালের কর্মীরা একসঙ্গে এই প্রতিযোগিতাগুলিতে অংশ নেন। জিতে নেন দারুণ সব আকর্ষণীয় পুরস্কার। 

6 / 6
শুধু কর্মীরাই নন, টিভি৯ বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যও নানা প্রতিযোগিতায় অংশ নেন এবং পুরস্কারও জিতে নেন। 

শুধু কর্মীরাই নন, টিভি৯ বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যও নানা প্রতিযোগিতায় অংশ নেন এবং পুরস্কারও জিতে নেন। 

Next Photo Gallery